X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধে জনসচেতনতাই একমাত্র শক্তি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৮:৩৭আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৮:৪২

মতবিনিময় সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘করোনাভাইরাসকে প্রতিরোধ করতে জনসচেতনতাই একমাত্র শক্তি। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি যেসব স্থানে বেশি সমাগম হচ্ছে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।’ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনাভাইরাস পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মহামারি আকার ধারণ করা করোনা প্রতিরোধে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। করোনাভাইরাসকে প্রতিহত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই সময়টাতে জনপ্রতিনিধিদের জনগণের পাশাপাশি থাকতে হবে। সরকারি ত্রাণ যাতে করে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং স্বল্প আয়ের ও শ্রমজীবী মানুষ যাতে করে অনাহারে না থাকে সেদিকে জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষকে সজাগ থাকতে হবে যাতে বিদেশ থেকে আসা ব্যক্তিরা নিজ নিজ এলাকায় অবাধে চলাফেরা না করতে পারে।’

গুজবে কান না দেওয়া আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে গুজব সৃষ্টি হয়েছিল। দেশের বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব সৃষ্টিকারীদের কঠোরহস্তে দমন করা হবে।’

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবসসুম জুই, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা