X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

করোনার মধ্যেই সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ০৩:৪৮আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৩:৫১

ব্রাহ্মণবাড়িয়া

করোনা পরিস্থিতির মধ্যেও ব্রাহ্মণবাড়িয়া প্রতিপক্ষের সঙ্গে হামলা ও বিবাদ অব্যাহত রয়েছে। সারাদেশে সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধ্যকতা থাকলেও জেলার সরাইলে পূর্ব শত্রুতার জের ধরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  এছাড়াও শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের আঁখিতারা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরীর গোষ্ঠী ও আব্বাসের গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। সকাল ৯টার দিকে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সদর হাসপাতাল ও আশপাশের হাসপাতালে চিকিৎসা নেয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন টিটু বলেন, পূর্বশত্রুতার জেরে নোঁয়াগাও ইউনিয়নের চেয়ারম্যন কাজল চৌধুরী ও আব্বাসের লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অন্তত ৩০ রাউন্ড শর্টগান ও টিয়ার সেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০ জন আহত

এদিকে শনিবার একই জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আরেক সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দা মতি মেম্বার ও সুলতান মাস্টারের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শনিবার সকালে ৮টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়ায়ার বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, এ বিরোধ নিয়ে উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। এ বিরোধ নিয়ে আজ উভয় পক্ষ সংর্ঘষে লিপ্তহয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।



/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩১
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩১
তুরস্কের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ফাহাদের পয়েন্ট ভাগাভাগি
তুরস্কের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ফাহাদের পয়েন্ট ভাগাভাগি
মিরপুরে ‘অ্যাপ্রোচ’ বদলে খেলবে বাংলাদেশ
মিরপুরে ‘অ্যাপ্রোচ’ বদলে খেলবে বাংলাদেশ
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে চান পুতিন
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে চান পুতিন
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি