X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অসহায় মানুষের পাশে শাবির সাবেক শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৭:৫০আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৮:০৬

শাবির সাবেক শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম করোনা সংক্রমণ রোধে পুরো দেশে চলছে অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতিতে বিপদে পড়েছেন দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষজন। করোনার প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া প্রান্তিক ও বিপদগ্রস্ত এ জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ‘করোনা-২০১৯ ভিকটিমদের পাশে আমরা’ শিরোনামে তারা এ পর্যন্ত ১৭ জন শাবি শিক্ষার্থীকে নগদ সহায়তা ও এক হাজার ৬৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

সহযোগিতার অংশ হিসেবে সিলেট জেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকা, নওগাঁর পোরশা উপজেলা, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা, ময়মনসিংহ সদরের চর নিলক্ষিয়া ও ঈশ্বরগঞ্জ, নরসিংদীর পলাশ, ঢাকার আগারগাঁও এবং মিরপুরের কাজীপাড়ায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারে বিতরণ করা খাদ্যসামগ্রী প্যাকেজে ছিল- চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, চিনি, লবণ, সাবান, মসলা।

শাবির সাবেক শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম এছাড়া চলতি ও আগামী সপ্তাহে মানিকগঞ্জের মনোরা, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, টাঙ্গাইলের কালিহাতি, ময়মনসিংহের গৌরীপুর, জয়পুরহাটের আক্কেলপুর, দিনাজপুরের সাঁওতাল পল্লী, লালমনিরহাট সদর, সুনামগঞ্জের বাদাঘাট ও ভিমখালি এবং ব্রাহ্মণবাড়িয়ার চর ইসলামপুরে এ কার্যক্রম পরিচালিত হবে।

সহায়তা কার্যক্রমে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক শাবি শিক্ষার্থী বলেন, ‘আমরা সাস্টিয়ান ও নন সাস্টিয়ান বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১০ লাখ ৩৪ হাজার ৯২৯ টাকা উত্তোলন করেছি। এর মাধ্যমে আমরা দেশের বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন ও সাস্টিয়ান স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মূলত সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে ও সামাজিক সম্মান বজায় রেখে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে শাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেড।’

 শাবির সাবেক এই শিক্ষার্থী করোনা সংকটে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, করোনা সংকটে অসহায় মানুষদের পাশে থাকতে যার যার সামর্থ্য অনুযায়ী সবার সাহায্য করা উচিত। আমাদের সম্মিলিত প্রচেষ্টার অংশ হতে যে কেউ অনলাইনে ক্লিক করে বিস্তারিত জানতে ও অনুদান দিতে পারবেন। এছাড়া ব্যাংক, বিকাশ, রকেট ও নগদের মাধ্যমেও অনুদান দেওয়া যাবে। শুধু সাস্টিয়ান নয়, বরং দেশ-বিদেশের যেকোনও প্রান্ত থেকে যে কেউ অনুদান পাঠাতে পারবেন বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট