X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অন্য জেলা থেকে কৌশলে রাজশাহীতে ঢুকছে মানুষ

রাজশাহী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৭:৫৫আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৭:৫৭

রাতে পুলিশের টহলে ধরা পড়ে কৌশলে প্রবেশকারীরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অঘোষিতভাবে লকডাউন আছে রাজশাহী। বাইরের জেলা থেকে কেউ যেন রাজশাহী ঢুকতে না পারে, সেজন্য তৎপর পুলিশ-প্রশাসন। কিন্তু তারপরেও নানা কৌশলে মানুষ রাজশাহী আসছেন। সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে হাইয়েস মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে ঢাকা থেকে রাজশাহী এসে ধরা পড়েছেন ১৩ জন। এসময় দুটি ট্রাক থেকে আরও ১১ জনকে নামানো হয়। তারাও সবাই ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করতেন। এই ২৪ জনের নাম-ঠিকানা, ছবি সংগ্রহ করে নিজ নিজ এলাকার থানার পুলিশকে অবহিত করা হয়েছে। এখণ নির্দিষ্ট থানার পুলিশ তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করবে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৩টার দিকে নওদাপাড়ায় পাঁচজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন এক পুলিশ সদস্য। সন্দেহ হলে তাদের জিজ্ঞাসা করেন তিনি। তখন জানা যায়, তারা ঢাকা থেকে ট্রাকযোগে রাজশাহী এসেছেন। এর কয়েক মিনিট পর আরেকটি ট্রাক আসে একই রাস্তা দিয়ে। সেটি থেকে আরও ছয়জনকে নামানো হয়। এর কিছুক্ষণ পর একটি হাইয়েস মাইক্রোবাস আসে। এই গাড়ির সামনে স্টিকার দিয়ে লেখা ‘পুলিশ’। গাড়ি থামিয়ে দেখা যায়, ভেতরে ১৩ জন সাধারণ নারী-পুরুষ। সবাই ঢাকা থেকে এসেছেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে নিজ নিজ থানার পুলিশকে অবহিত করে এলাকায় পাঠানো হয়।

নগর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান বলেন, '২৪ জনকে আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সিদ্ধান্ত হয়, তাদের নাম-পরিচয় রেখে নিজ নিজ থানার পুলিশকে অবহিত করা হবে। এরপর সবাইকে ছেড়ে দেওয়া হয়।'

এদিকে রাজশাহীতে ঢাকা ফেরত ২০ জনসহ নতুন ৪০ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। বাকিদের মধ্যে একজন দুবাই ফেরত। অন্যরা দেশের বিভিন্ন জেলা থেকে রাজশাহী এসেছেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে রাজশাহীতে আসা লোকজনকে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা খুঁজছেন বলেও রাজশাহী সিভিল সার্জন দফতর থেকে জানানো হয়েছে।

সিভিল সার্জন দফতর থেকে জানানো হয়, গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত ১১৬৮ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়। এর মধ্যে ১০৭৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৯৫ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে আনা হয়েছে ৪০ জনকে।

রাজশাহীর সিভির সার্জন ডা. এনামুল হক বলেন, 'সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে যারা রাজশাহী এসেছেন, তাদের খুঁজে বের করা হচ্ছে। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে যারা এসেছেন, তাদের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের খুঁজে বের করে কোয়ারেন্টিন নিশ্চিত করা না হলে এই জেলাতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এজন্য তারা যেন পুলিশ বা স্বাস্থ্য কর্মীদের জানিয়ে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে যান।' ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকা থেকে আগতদের প্রতিবেশীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তাদের সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ৬ এপ্রিল থেকে আরএমপি এলাকার প্রবেশ পথ বন্ধ করা হয়েছে। এরপরও অনেকে কৌশলে শহরে প্রবেশ করছে। পুলিশি নজরদারি রয়েছে। আমরা চেষ্টা করছি, তাদের আটক করে কোয়ারেন্টিনে রাখার।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
কিংস অ্যারেনায় প্রথমবার গিয়ে যা বললেন পাপন
কিংস অ্যারেনায় প্রথমবার গিয়ে যা বললেন পাপন
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি