X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

অন্য জেলা থেকে কৌশলে রাজশাহীতে ঢুকছে মানুষ

রাজশাহী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৭:৫৫আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৭:৫৭

রাতে পুলিশের টহলে ধরা পড়ে কৌশলে প্রবেশকারীরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অঘোষিতভাবে লকডাউন আছে রাজশাহী। বাইরের জেলা থেকে কেউ যেন রাজশাহী ঢুকতে না পারে, সেজন্য তৎপর পুলিশ-প্রশাসন। কিন্তু তারপরেও নানা কৌশলে মানুষ রাজশাহী আসছেন। সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে হাইয়েস মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে ঢাকা থেকে রাজশাহী এসে ধরা পড়েছেন ১৩ জন। এসময় দুটি ট্রাক থেকে আরও ১১ জনকে নামানো হয়। তারাও সবাই ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করতেন। এই ২৪ জনের নাম-ঠিকানা, ছবি সংগ্রহ করে নিজ নিজ এলাকার থানার পুলিশকে অবহিত করা হয়েছে। এখণ নির্দিষ্ট থানার পুলিশ তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করবে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৩টার দিকে নওদাপাড়ায় পাঁচজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন এক পুলিশ সদস্য। সন্দেহ হলে তাদের জিজ্ঞাসা করেন তিনি। তখন জানা যায়, তারা ঢাকা থেকে ট্রাকযোগে রাজশাহী এসেছেন। এর কয়েক মিনিট পর আরেকটি ট্রাক আসে একই রাস্তা দিয়ে। সেটি থেকে আরও ছয়জনকে নামানো হয়। এর কিছুক্ষণ পর একটি হাইয়েস মাইক্রোবাস আসে। এই গাড়ির সামনে স্টিকার দিয়ে লেখা ‘পুলিশ’। গাড়ি থামিয়ে দেখা যায়, ভেতরে ১৩ জন সাধারণ নারী-পুরুষ। সবাই ঢাকা থেকে এসেছেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে নিজ নিজ থানার পুলিশকে অবহিত করে এলাকায় পাঠানো হয়।

নগর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান বলেন, '২৪ জনকে আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সিদ্ধান্ত হয়, তাদের নাম-পরিচয় রেখে নিজ নিজ থানার পুলিশকে অবহিত করা হবে। এরপর সবাইকে ছেড়ে দেওয়া হয়।'

এদিকে রাজশাহীতে ঢাকা ফেরত ২০ জনসহ নতুন ৪০ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। বাকিদের মধ্যে একজন দুবাই ফেরত। অন্যরা দেশের বিভিন্ন জেলা থেকে রাজশাহী এসেছেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে রাজশাহীতে আসা লোকজনকে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা খুঁজছেন বলেও রাজশাহী সিভিল সার্জন দফতর থেকে জানানো হয়েছে।

সিভিল সার্জন দফতর থেকে জানানো হয়, গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত ১১৬৮ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়। এর মধ্যে ১০৭৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৯৫ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে আনা হয়েছে ৪০ জনকে।

রাজশাহীর সিভির সার্জন ডা. এনামুল হক বলেন, 'সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে যারা রাজশাহী এসেছেন, তাদের খুঁজে বের করা হচ্ছে। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে যারা এসেছেন, তাদের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের খুঁজে বের করে কোয়ারেন্টিন নিশ্চিত করা না হলে এই জেলাতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এজন্য তারা যেন পুলিশ বা স্বাস্থ্য কর্মীদের জানিয়ে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে যান।' ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকা থেকে আগতদের প্রতিবেশীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তাদের সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ৬ এপ্রিল থেকে আরএমপি এলাকার প্রবেশ পথ বন্ধ করা হয়েছে। এরপরও অনেকে কৌশলে শহরে প্রবেশ করছে। পুলিশি নজরদারি রয়েছে। আমরা চেষ্টা করছি, তাদের আটক করে কোয়ারেন্টিনে রাখার।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল