X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

চড়ের প্রতিশোধ নিতে শিশুকে হত্যা, ‘মূল পরিকল্পনাকারী’ র‌্যাবের গুলিতে নিহত

গাজীপুর প্রতিনিধি
০৪ মে ২০২০, ১৪:৩৭আপডেট : ০৪ মে ২০২০, ১৪:৩৮

আলিফ, র‌্যাবের হাতে গ্রেফতার সাগর গাজীপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে গোলাগুলিতে জুয়েল আহমেদ ওরফে সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার দিনগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সে শিশু আলিফ (৫) হত্যা মামলার পলাতক আসামি ছিল। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সাগর নামে তার এক বন্ধুকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, জুয়েল, সাগর ও তাদের কয়েক বন্ধু মিলে প্রায় ছয় মাস ধরে বসবাস করছিল গাজীপুর সিটি করপোরেশনের পারিজাত আমতলা এলাকার কোনাবাড়ী একটি ভাড়া বাড়িতে। বাড়ির তিন তলার একটি ফ্ল্যাটে থেকে গার্মেন্টসে চাকরি করতো তারা। উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভবনের ছাদে উঠে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে সপ্তাহ খানেক আগে জুয়েল ও সবুজকে কয়েকটি চড়-থাপ্পর দেন বাড়ির মালিক ফরহাদ। এতে ক্ষুব্ধ হয় সাগর ও তার বন্ধুরা। প্রতিশোধ নিতে জুয়েল গত বুধবার (২৯ এপ্রিল) বিকালে ফরহাদের পাঁচ বছর বয়সী সন্তান আলিফকে খেলার প্রলোভন দেখিয়ে কৌশলে বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে আলিফকে গলাটিপে ও শ্বাসরোধে হত্যা করে সাগর ও জুয়েল। পরে সাগর ও জুয়েল নিহত শিশুর লাশ একটি প্লাস্টিকের বস্তায় ভরে একই ভবনে তাদের ভাড়া বাসার পাশের ঝুটের গুদামের ভেতর লুকিয়ে রাখে। রাতটা ওই বাসায় কাটিয়ে পরদিন সকালে বাসা থেকে পালিয়ে যায়। পরে তারা বিভিন্ন মোবাইল ফোন ব্যবহার করে ভিকটিমের বাবার মোবাইলে ফোন করে অপহরণের কথা বলে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা আলিফকে খুন ও গুম করার হুমকি দেয়। শিশু সন্তানের হদিস না পেয়ে তার পরিবার র‌্যাব-১ এর কাছে যায়। র‌্যাব সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পূবাইল এলাকার রেল লাইন থেকে সাগরকে আটক করে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের পূবাইল এলাকার রেল লাইন থেকে সাগরকে আটক করা হয়। রবিবার দুপুরে সাগর শিশু আলিফ হত্যার দায় স্বীকার করে র‌্যাবের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝুটের গুদামে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে আলিফের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে তার বন্ধু জুয়েল আহমেদ ওরফে সবুজের বিষয়েও সাগর জানায়। সে দাবি করে, এ অপহরণ ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জুয়েল আহমেদ ওরফে সবুজ। সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী। এই অপহরণ ও হত্যাকাণ্ডের মাধ্যেমে সে নিজেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করেছিল। তার দেওয়া তথ্যর ভিত্তিতে রবিবার দিবাগত রাতে কোনাবাড়ি এলাকায় জুয়েলকে গ্রেফতার করতে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জুয়েলও র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই জুয়েল নিহত ও র‌্যাবের দুই সদস্য আহত হন। আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির