X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সিলেটে মোটর শ্রমিকদের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট প্রতিনিধি
২৩ মে ২০২০, ২০:৪১আপডেট : ২৩ মে ২০২০, ২০:৪৫

সিলেটে মোটর শ্রমিকদের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে মোটর শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বিকালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সিলেট-ঢাকা মিতালী বাস সার্ভিসের সঙ্গে আন্তঃজেলা বাস শ্রমিকদের মধ্যে এ বিরোধ দেখা দেয়। এ সময় উভয় পক্ষের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা অভিযোগ করেছেন, ইউনিয়নের তহবিলে বিপুল পরিমাণ টাকা থাকার পরেও এই সংকটময় সময়ে তারা টাকা পাচ্ছেন না। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কোনও সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেনি। ’

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘শ্রমিকরা যেসব অভিযোগ করেছেন, তা সত্য নয়। সংগঠন থেকে তাদের যে টাকা দেওয়ার কথা তা মাস শেষে হিসাব করেই দেওয়া হয়।  আমাদের যেসব শ্রমিক মারা গেছেন তাদের পরিবারকে ইতোমধ্যে প্রায় ৩৫ লাখ টাকা দেওয়া হয়েছে। আর অবশিষ্ট টাকা আমাদের সংগঠনের তহবিলে রয়েছে। শ্রমিকরা সেই টাকা নেওয়ার দাবি করেন। আমরা তা দিতে না চাইলে তারা বিক্ষোভ করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি