X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঈদের দিন ফোনে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৫ মে ২০২০, ২২:২৪আপডেট : ২৭ মে ২০২০, ২২:০৯

 

হত্যাকাণ্ডের শিকার রাব্বী বাবু গাজীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ঈদের দিন ফোনে ডেকে নিয়ে রাব্বী বাবু (২৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাব্বী মহানগরের দক্ষিণ চতর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে এক সময় গাড়িচালক ও ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সোমবার (২৫ মে) বেলা ১১টায় গাজীপুর মহানগরের দক্ষিণ চতর এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই রিয়াজ জানান, রাব্বী ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে গাজীপুর সিটি করপোরেশনের গোরস্থানে (কবরস্থানে) যান। পরে ফোন পেয়ে তিনি গাজীপুর মহানগরের শিমুলতলী বাজার সংলগ্ন দক্ষিণ চতর এলাকার স্বপ্ননীড় আবাসিক প্রকল্প এলাকায় যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে ভিকটিম এবং ঘাতক উভয়েই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

নিহতের বোন মীম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখনও ভাই রাব্বির জ্ঞান ছিল। এসময় আহত রাব্বি তাকে জানায়, চাকমা বাবু তাকে সেখানে ফোনে ডেকে নিয়ে গিয়েছিল। পরে রাজ্জাক, সজীব, শুভ, চোরা বাবু, জাহিদ রিংকু, খায়রুলসহ কয়েকজন তাকে কুপিয়ে জখম করে ফেলে গেছে।

নিহতের অপর এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান,  স্থানীয় ভাঙারি ব্যবসায়ী রাজ্জাকের কাছে দুই লাখ টাকা পাওনা ছিল রাব্বীর। প্রায় দুই বছর আগে ওই টাকা পরিশোধ না করায় রাব্বী প্রতিপক্ষ ভাঙারি ব্যবসায়ীর অনুসারী দুই জনকে মারধর করে। এ ঘটনায় রাব্বীকে আসামি করে গাজীপুর সদর থানায় একটি মামলাও করা হয়। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া জানান, পাওনা টাকা নিয়ে স্থানীয় একজনের সঙ্গে শত্রুতার তথ্য পাওয়া গেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা, তা তদন্তের আগে বলা যাচ্ছে না।

 

/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে