X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

'মামাতো ভাইয়ের দায়ের কোপে যুবক নিহত'

যশোর প্রতিনিধি
২৬ মে ২০২০, ০৫:৪০আপডেট : ২৬ মে ২০২০, ০৫:৪০

যশোর যশোরের অভয়নগর উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এরশাদ বিশ্বাস (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার (২৪ মে) সন্ধ্যায় তার মামাতো ভাই জাকির হোসেন মোল্যা (৩০) তাকে গাছি দা দিয়ে কুপিয়ে জখম করেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এসব তথ্য জানান।

নিহত এরশাদ উপজেলার পুড়াখালী গ্রামের ইবাদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার পুড়াখালী গ্রামের জিন্নাহ মোল্যার ছেলে জাকির হোসেন মোল্যা কয়েক মাস আগে বিয়ে করেন। কয়েকদিন আগে জাকিরের ফুফাতো ভাই একই গ্রামের এরশাদ তার স্ত্রীকে কটু কথা বলেন বলে অভিযোগ করা হয়। এরপর জাকিরের স্ত্রী বাপের বাড়ি চলে যান। এ নিয়ে জাকির ও এরশাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রবিবার সন্ধ্যায় এরশাদ বাড়ি থেকে কিছুটা দূরে ফকির বাগান বাজারের পাশে রাস্তার ধারে বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাকির সেখানে গিয়ে পেছন দিক থেকে গাছি দা দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি তাজুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহের কারণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এরশাদকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে জাকির পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’