X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

জমির মালিকানার দাবি তুলে লাশ দাহে বাধা, চিতা ভাঙচুর

নীলফামারী প্রতিনিধি
১৯ জুন ২০২০, ১৩:০২আপডেট : ১৯ জুন ২০২০, ১৩:০২

প্রশাসনের হস্তক্ষেপে লাশ সৎকার করা হয়

শ্মশানের জায়গার মালিকানা দাবি করে লাশ দাহ করতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধার কারণে লাশ ২৪ ঘণ্টা পড়ে ছিল। পরে পুলিশ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লাশ দাহ করা হয়। নীলফামারীর কিশোরীগঞ্জে রনচন্ডি ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে বুধবার (১৭ জুন) এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভুল বোঝাবুঝির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হিন্দুপাড়া গ্রামের সুরেশ মহন্ত বর্মন (৯৫) বার্ধ্যক জনিত কারণে বুধবার রাতে মারা যান। তার করোনার কোনও উপসর্গ ছিল না। বৃহস্পতিবার দুপুরে হিন্দুপাড়ার লোকজন গ্রামের শ্মশানে লাশ দাহ করতে নিয়ে যায়। এসময় পাশ্ববর্তী উত্তরপাড়া গ্রামের মাহাতাবের ছেলে আজাহার, মহম্মদ আলীর ছেলে জাহাঙ্গীরসহ অনেকে বাধা দেয়। তারা শ্মশানের জায়গার মালিকানা দাবি করে লাশ দাহ করতে না দিয়ে ফিরিয়ে দেয়।

ওই গ্রামের ইদ্রিস আলী চৌধুরী বলেন, ‘হিন্দুপাড়ার শ্মশানটি শত বছরের প্রতিষ্ঠা। এখন শ্মশানের জমির মালিকানা নিয়ে কোনও দাবি কারও থাকতে পারে না।’ 
পরে বিষয়টি সুরেশ মহন্তের ছেলে রুহী মহন্তসহ হিন্দুপাড়ার লোকজন কিশোরীগঞ্জ থানা পুলিশের কাছে আবেদন করে। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ডেকে লাশ দাহের ব্যবস্থাসহ ঘটনা সমাধানের চেষ্টা চালায়। কিন্তু শ্মশানের জমির মালিকানা ও করোনা উপসর্গে বৃদ্ধ মারা গেছে এমন অভিযোগ তুলে উত্তরপাড়া গ্রামের মানুষজন লাশ দাহ করতে দেবে না বলে অনড় থাকে। এমনকি বেশ কিছু লোকজন এসে বাঁশের চিতা ভেঙে দেয়। এক পর্যায়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর উত্তরপাড়া গ্রামবাসীর সঙ্গে বিষয়টি বুঝিয়ে ওই শ্মশানে লাশ দাহ করতে সক্ষম হয় পুলিশ ও প্রশাসন। 

দাহ না করতে না দিয়ে লাশ ফিরিয়ে দেওয়া হয়
রনচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, উত্তরপাড়া গ্রামের মানুষজনের ভুলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। 
কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ বলেন, ‘কিছু মানুষের উসকানিতে একটি পক্ষ না বুঝে লাশ দাহ করতে বাধা দিয়েছিল। পরবর্তীতে আমরা তাদের সঙ্গে কথা বললে তারা তাদের ভুল বুঝতে পেরে লাশ দাহের অনুমতি দেয়।’ 
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সামান্য ভুলের কারণে গ্রামবাসীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। পরে দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে লাশ দাহ করা হয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার সেরা এসব চা খেয়েছেন তো?
ঢাকার সেরা এসব চা খেয়েছেন তো?
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিমান বাহিনীর সাবেক সদস্যের মৃত্যু
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিমান বাহিনীর সাবেক সদস্যের মৃত্যু
করিডর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা
করিডর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা
‘আ.লীগের দোসর ধরিয়ে দেওয়ার নামে মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না’
‘আ.লীগের দোসর ধরিয়ে দেওয়ার নামে মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না’
সর্বাধিক পঠিত
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে