X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে সরকারি ওষুধ চোরচক্রের ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার দম্পতি কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি
২৪ জুন ২০২০, ২২:০১আপডেট : ২৪ জুন ২০২০, ২২:১০

লালমনিরহাটে সরকারি ওষুধসহ দম্পতি গ্রেফতার

লালমনিরহাটে সরকারি হাসপাতালের ওষুধচুরি চক্রের দুই আসামিকে গ্রেফতারের পর এবার এর মূল হোতাদের সন্ধানে নেমেছে পুলিশ। বুধবার (২৪ জুন) এ ঘটনায় জেলার ৩টি সরকারি হাসপাতালের তিনজন স্টোরকিপারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সদর থানার এসআই মিজানুর রহমান মিজান।  মামলায় আটক দম্পতি মো. আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া (৪৫) ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৮)কে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতেও তাদের জামিন নামঞ্জুর হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের ড্রাইভারপাড়া এলাকায় ওই দম্পতির ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ১৭৫টি 'ডিজিটাল বডি ইলেক্ট্রনিক স্কেল' মেশিন উদ্ধার করে পুলিশ। পরে মঙ্গলবার (২৩জুন) রাতে ওই মামলাটি রুজু করেন লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান মিজান।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে গ্রেফতার মো. আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া (৪৫) ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৮) কে লালমনিরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযান পরিচালনাকারী ও মামলার বাদী লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান মিজান জানান, এজাহারে উল্লিখিত অপর আসামিরা হলেন রাজ্জাকের ভাই হামিদুর রহমান দুলু, সিভিল সার্জন অফিসের স্টোরকিপার মোয়াজ্জেম হোসেন ওরফে মুরাদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোরকিপার জাকারিয়া ও আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোরকিপার মাহাবুবুর রহমান।

পুলিশের হাতে গ্রেফতার আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন, গত ৫/৬ বছর থেকে তিনি সরকারি ওষুধ ক্রয় করে রংপুর অঞ্চলের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছেন।

তিনি আরও বলেন, লালমনিরহাটের বিভিন্ন সরকারি হাসপাতালের লোকজনের সহায়তায় ট্যাবলেট, ক্যাপসুল, স্যালাইন, ইনজেকশন ও ডিজিটাল স্কেল মেশিনসহ বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে বাইরে বিক্রি করে টাকা ভাগবাটোয়ারা করে নেন। এতে রাজনৈতিক কয়েকজন নেতাও সম্পৃক্ত।

লালমনিরহাটে উদ্ধার হওয়া সরকারি ওষুধ                                                        

অভিযানের নেতৃত্বদানকারী লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মো. এরশাদুল আলম বলেন, মোট ৬ লাখ ৩৯ হাজার ৪০৫ টাকার ওষুধ ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এর মধ্যে ১৭৫টি ডিজিটাল স্কেলের মূল্য ধরা হয়েছে ২ লাখ ৬২ হাজার টাকা। যার প্রতিটির দাম ১৫০০ টাকা করে। এছাড়া ২৫ প্রকার ওষুধের মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৪০৬ টাকা। যদিও সরকারি ওষুধ বিক্রয়যোগ্য ও হস্তান্তরযোগ্য নয়।          

জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ওই দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল, আদিতমারী ও কালীগঞ্জ হাসপাতালের স্টোরকিপারসহ মোট ৬ জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। আটক দম্পতিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।             

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, তিনজন স্টোরকিপারের নামে পুলিশের মামলার বিষয়ে জানতে পেরেছি। সরকারি ওষুধ ও ডিজিটাল স্কেলগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। অধিকতর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রমাণ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আগের সংবাদ:

লালমনিরহাটে সরকারি ওষুধসহ দম্পত্তি আটক

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী