সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড়রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর ও সুখাইড় গ্রাম হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। দুই গ্রামের ২০টি কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে গ্রাম দু'টিতে আঘাত হনে এই ঝড়।
স্থানীয়রা জানান, ঝড়ে নূরপুর গ্রামের ১৪টি এবং সুখাইড় গ্রামের ছয়টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। নুরপুর ও সুখাইড় গ্রামের সুজন মিয়া, সামরান মিয়া, মঞ্জিল মিয়া, আজি রহমান, আব্দুল কাঈয়ুম, রফিক মিয়াসহ ২০ জন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভেঙে পড়েছে অনেক গাছপালা।
সুখাইড়রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ বলেন, 'ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এখন স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।'