শুক্র ও শনিবার দিনব্যাপী জামালপুর-২ সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বন্যা কবলিত এলাকা চিনাডুলী ইউনিয়নের বামনা, শিংভাঙ্গা, বলিয়াদহ,গুঠাইল ভানবাসী ৪ শত পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও গো-খাদ্য বিতরণ করেছেন।
এছাড়াও উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফের আওতায় সুফল প্রকল্প থেকে ত্রিপল ও হাইজিং কিট বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামান আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, চেয়ারম্যান আ. সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও চরম দুর্ভোগে রয়েছে বানভাসি মানুষ। শনিবার (৪ জুলাই) ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৬ সেন্টিমিটার কমে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্রসহ শাখা নদ-নদীরগুলোর পানি বৃদ্ধি পেয়ে অপরিবর্তিত রয়েছে। জামালপুর জেলার ৭টি উপজেলার প্রায় ৪ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ এবং পানি মাপক গেজ পাঠক আব্দুল মান্নান।