X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ব্যাংকের শাখা সরেছে এক যুগ আগে, এখনও আটক আছে বন্দুকসহ বহু দলিল

মো. নাজমুল হুদা নাসিম, বগুড়া
০৫ জুলাই ২০২০, ০৮:০০আপডেট : ০৫ জুলাই ২০২০, ১০:৫৪

বগুড়ার সোনাতলায় এই ভবনটিতেই এক যুগ আগে ছিল সোনালী ব্যাংকের শাখা। শাখাটি চালুর দাবিতে এখনও সেখানে আটকে রাখা আছে একটি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দলিল। (ছবি: প্রতিনিধি)

বগুড়ার সোনাতলা উপজেলায় সোনালী ব্যাংক হরিখালী হাট শাখা স্থানান্তর হয়েছে এক যুগ আগে। কিন্তু, সেখানে ব্যাংকের একটি আগ্নেয়াস্ত্র ও দুই হাজার কৃষকের জমির দলিলসহ মূল্যবান কাগজপত্র আটকে রাখা হয়েছে। ওই এলাকায় ব্যাংকের একটি শাখার দাবিতে এলাকাবাসীরা এসব আনতে বাধা দিয়ে আসছেন। তবে এ কারণে গভীর সমস্যায় পড়েছে স্থানীয় হরিখালী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে চলছিল ব্যাংকটির কার্যক্রম। ব্যাংক শাখা গুটিয়ে চলে গেলেও তাদের মালামাল সেখানে পড়ে থাকায় দীর্ঘ এক যুগ ধরে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ না পাচ্ছে ভাড়া, না পারছে ওই ভবনে ক্লাস নিতে। ভুক্তভোগীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ১৯৭৯ সালে বগুড়ার সোনাতলার হরিখালীতে সোনালী ব্যাংকের শাখা প্রতিষ্ঠার অনুমোদন দেয়। তবে হরিখালী উচ্চ বিদ্যালয়ের কাছে ভাড়া নেওয়া ওই শাখায় দীর্ঘদিন লোকসান হচ্ছিল ব্যাংকটির। ফলে শাখাটি স্থানান্তর করে কর্তৃপক্ষ। ২০০৮ সালের ২৫ ডিসেম্বর শাখাটি একই উপজেলার সৈয়দ আহাম্মদ কলেজ স্টেশনে স্থানান্তর করা হয়। এর এক বছর পর ২০০৯ সালের ২৫ ডিসেম্বর সোনালী ব্যাংক সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন শাখার নামকরণ করে ব্যাংকটির কার্যক্রম পুনরায় শুরু হয়। কিন্তু, স্থানান্তরের বিষয়টিকে সহজভাবে নেননি এলাকাবাসী। ওই স্থানে শাখার কার্যক্রম বহাল রাখার দাবিতে ব্যাংকটি স্থানান্তরের সময় তারা বাধা দেন। এ কারণে হরিখালীর ওই পুরাতন ভবন থেকে একটি আগ্নেয়াস্ত্র, মূল্যবান কাগজপত্র ও দুই হাজার কৃষকের দলিল আনতে পারেনি ব্যাংকটির ওই শাখার তদানীন্তন কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ এক যুগ ধরেই এলাকাবাসীর বাধায় সেসব মালামাল ও দলিল ওভাবেই পড়ে রয়েছে। স্থানীয়রা এখন সেখানে সোনালী ব্যাংকের একটি শাখা দাবি করে আসছেন।

তবে বাংকের শাখার যেমন দাবি আছে তেমনই ব্যাংকে বন্ধকি ঋণের কারণে জমা রাখা দলিল ঋণ পরিশোধের পর ফেরত পাওয়ার দাবি রয়েছে কৃষকসহ বিভিন্ন পেশার মানুষের। অনেকেই ঋণ শোধ করলেও সেসব দলিল ওখানে আটকে রাখায় ফেরত না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন।

সোনালী ব্যাংক

সোনাতলার মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোনালী ব্যাংক হাঁসরাজ বন্দর শাখা নামে আরেকটি শাখা স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

করমজা এলাকার কৃষক শামছুল আলম জানান, ব্যাংকের ঋণ পরিশোধ করার পরেও জমির দলিলপত্র ফেরত পাওয়া যায়নি। দলিলটা খুব দরকার।

এ ধরনের অভিযোগ এলাকার শত শত মানুষের।

হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ জানান, ১৯৭৯ সাল থেকে বিদ্যালয়ের দ্বিতল একটি ভবনের নিচ তলা ভাড়া নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০০৮ সাল পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যায়। এখন ব্যাংকের কাছে মাসিক ভাড়া পাওয়া যাচ্ছে না আবার ওই ভবনে ক্লাস নেওয়াও সম্ভব হচ্ছে না। এ সমস্যার জরুরি নিষ্পত্তি দরকার।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, হরিখালীর ওই ভবনে ব্যাংকের একটি আগ্নেয়াস্ত্র, মূল্যবান কাগজপত্র, ফার্নিচার ও প্রায় দুই হাজার কৃষকের দলিলপত্র আটকা রয়েছে। অচিরেই হরিখালী এলাকায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হবে।

তিনি ব্যাংকের আটকে রাখা জিনিসপত্র ফেরত দিতে এলাকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক