X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রাজশাহীতে ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৩৪ সেন্টিমিটার

রাজশাহী প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, ২১:০৪আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:০৫

পদ্মায় পানি বাড়ছে, পাড়ের ভাঙনও বাড়ছে (ফাইল ছবি) উজানের ঢলে রাজশাহীতে ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে ৩৪ সেন্টিমিটার। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় বিপদসীমার ২ দশমিক ৯০ মিটার (২৯০ সেন্টিমিটার) নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। রাজশাহীতে পদ্মার পানির বিপদসীমার উচ্চতা ১৮ দশমিক ৫০ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পদ্মার পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ২৬ সেন্টিমিটার। তা সোমবার সন্ধ্যা পর্যন্ত ৩৪ সেন্টিমিটার পানি বেড়েছে। এর আগে শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার থেকে রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে ১৫ দশমিক ৩৯ সেন্টিমিটার, ৯টায় ১৫ দশমিক ৪৩ সেন্টিমিটার, বেলা ১২টায় ১৫ দশমিক ৪৭ সেন্টিমিটার, ৩টায় ১৫ দশমিক ৫২ সেন্টিমিটার ও সন্ধ্যায় ১৫ দশমিক ৬০ সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মার পানি বাড়লেও এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনও উদ্যোগ নেয়নি। ২০১৬ সালে রাজশাহী নগরীর শ্রীরামপুর পুলিশ লাইন বাঁধে তিন মিটার ফাটল দেখা দেয়। তখন তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে বাঁধটি সংস্কার করা হয়। তখন থেকে সেভাবেই বাঁধটি রয়েছে। এবার বৃষ্টিপাত অন্যান্য বছরের তুলনায় বেশি হওয়ায় ও দেশের অন্যান্য স্থানে বন্যা হওয়ায় এবার শঙ্কা বেশি রয়েছে। ইতোমধ্যে রাজশাহীর বাঘা উপজেলার আলিপুর ও নাপিতপাড়া এলাকায় পদ্মার পাড় ভাঙতে শুরু করেছে। স্থানীয়দের মতে, অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম বলেন, ‘শ্রীরামপুর শহর রক্ষা বাঁধের নতুন ডিজাইন জমা দেওয়া হয়েছে। এখনও পাস হয়নি। তবে বাঘার নদীর পাড় বাঁধার প্রকল্প পাস হয়েছে। তবে কাজ শুরু করা হয়নি। আর শহররক্ষা বাঁধ নিয়ে এখনও কোনও ভয়ের কোনও কারণ নেই। প্রাথমিকভাবে শহররক্ষা বাঁধের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।’ 

উল্লেখ্য, গত ১৮ বছরে রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে মাত্র দু’বার। এর মধ্যে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৮ বছর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। কেবল ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার সর্বোচ্চ উচ্চতা ছিল ১৮ দশমিক ৮৫ মিটার। এরপর ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মা বিপদসীমা অতিক্রম করেছিল। ওই বছর পদ্মার উচ্চতা দাঁড়িয়েছিল ১৮ দশমিক ৭০ মিটার। এরপর আর এই রেকর্ড ভাঙেনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক