X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৩৪ সেন্টিমিটার

রাজশাহী প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, ২১:০৪আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:০৫

পদ্মায় পানি বাড়ছে, পাড়ের ভাঙনও বাড়ছে (ফাইল ছবি) উজানের ঢলে রাজশাহীতে ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে ৩৪ সেন্টিমিটার। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় বিপদসীমার ২ দশমিক ৯০ মিটার (২৯০ সেন্টিমিটার) নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। রাজশাহীতে পদ্মার পানির বিপদসীমার উচ্চতা ১৮ দশমিক ৫০ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পদ্মার পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ২৬ সেন্টিমিটার। তা সোমবার সন্ধ্যা পর্যন্ত ৩৪ সেন্টিমিটার পানি বেড়েছে। এর আগে শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার থেকে রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে ১৫ দশমিক ৩৯ সেন্টিমিটার, ৯টায় ১৫ দশমিক ৪৩ সেন্টিমিটার, বেলা ১২টায় ১৫ দশমিক ৪৭ সেন্টিমিটার, ৩টায় ১৫ দশমিক ৫২ সেন্টিমিটার ও সন্ধ্যায় ১৫ দশমিক ৬০ সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মার পানি বাড়লেও এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনও উদ্যোগ নেয়নি। ২০১৬ সালে রাজশাহী নগরীর শ্রীরামপুর পুলিশ লাইন বাঁধে তিন মিটার ফাটল দেখা দেয়। তখন তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে বাঁধটি সংস্কার করা হয়। তখন থেকে সেভাবেই বাঁধটি রয়েছে। এবার বৃষ্টিপাত অন্যান্য বছরের তুলনায় বেশি হওয়ায় ও দেশের অন্যান্য স্থানে বন্যা হওয়ায় এবার শঙ্কা বেশি রয়েছে। ইতোমধ্যে রাজশাহীর বাঘা উপজেলার আলিপুর ও নাপিতপাড়া এলাকায় পদ্মার পাড় ভাঙতে শুরু করেছে। স্থানীয়দের মতে, অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম বলেন, ‘শ্রীরামপুর শহর রক্ষা বাঁধের নতুন ডিজাইন জমা দেওয়া হয়েছে। এখনও পাস হয়নি। তবে বাঘার নদীর পাড় বাঁধার প্রকল্প পাস হয়েছে। তবে কাজ শুরু করা হয়নি। আর শহররক্ষা বাঁধ নিয়ে এখনও কোনও ভয়ের কোনও কারণ নেই। প্রাথমিকভাবে শহররক্ষা বাঁধের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।’ 

উল্লেখ্য, গত ১৮ বছরে রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে মাত্র দু’বার। এর মধ্যে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৮ বছর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। কেবল ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার সর্বোচ্চ উচ্চতা ছিল ১৮ দশমিক ৮৫ মিটার। এরপর ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মা বিপদসীমা অতিক্রম করেছিল। ওই বছর পদ্মার উচ্চতা দাঁড়িয়েছিল ১৮ দশমিক ৭০ মিটার। এরপর আর এই রেকর্ড ভাঙেনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা