X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

তিস্তার স্পার বাঁধে ধস, ভাঙন হুমকিতে কয়েকশ’ পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ০৩:৪২আপডেট : ২১ জুলাই ২০২০, ০৪:০৭

কুড়িগ্রামে তিস্তার স্পার বাঁধের স্যাঙ্ক ধস। এলাকাবাসী ও পাউবোর প্রবল প্রতিরোধেও রক্ষা করা যায়নি।

তিনদিন চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম, বালু ভর্তি জিও ব্যাগ, এমনকি বাঁশের স্তূপ ফেলেও রক্ষা করা যায়নি কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাটে অবস্থিত তিস্তার স্পার বাঁধের স্যাঙ্ক। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসীর চেষ্টাকে ব্যর্থ করে বাঁধটির প্রায় ৫০ মিটারেরও বেশি অংশ সোমবার (২০ জুলাই) ধসে যায়।

পাউবো, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুড়িরহাট গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন জানান, কয়েকদিন আগে বাঁধের পূর্ব প্রান্তে একটি বড় গর্ত হয়। এতে বাঁধের ক্ষতি হওয়ার আশঙ্কায় স্থানীয়রা বালু দিয়ে গর্তটি ভরাট করে। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। এরপর তিস্তার পানি বাড়তে থাকলে স্রোতের আঘাতে বাঁধের পূর্ব প্রান্তের স্যাঙ্কে ধ্স শুরু হয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানালে এলাকাবাসীসহ তারা ধ্স ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু পানির চাপ ও স্রোতের তোড়ে শেষ রক্ষা হয়নি। সোমবার বাঁধটির পূর্ব প্রান্তে প্রায় ২শ’ ফুট ধসে যায়। এতে করে বাঁধের ভাটি অংশে শতাধিক পরিবার ও কয়েকশ’ হেক্টর আবাদি জমি মারাত্মক হুমকিতে পড়েছে।

কুড়িগ্রামের তিস্তার স্পার বাঁধের স্যাঙ্ক ধসে বিলীন হয়েছে ৫০ মিটার এলাকা। নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা এলাকাবাসীর জমি জায়গা

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, নদীর স্রোতকে তীর থেকে দূরে সরিয়ে দেওয়াই স্পার বাঁধের মূল কাজ। তিস্তার ওই বাঁধটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এর পিচিং সহ স্যাঙ্কের প্রায় ৫০ মিটারেরও বেশি অংশ ধসে গেছে। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু শেষ রক্ষা হয়নি। মূলত নদী ভাঙনে এর নিচ থেকে মাটি সরে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে।

রাতেও চলে আতঙ্কিত গ্রামবাসীর বাঁধের ফাটল পাহারার কাজ।

বাঁধের অংশ ধসে যাওয়ায় ভাটির বসতি ও আবাদি জমি ভাঙনের হুমকিতে পড়েছে, স্থানীয়দের এমন দাবির ব্যাপারে জানতে চাইলে এই নির্বাহী প্রকৌশলী বলেন, ‘ওই অংশ দিয়ে খুব বেশি পানি প্রবাহিত হচ্ছে না। আমরা আগামীকাল  (মঙ্গলবার) থেকে আবারও এটি মেরামতে কাজ করবো এবং ক্ষতিগ্রস্ত অংশটি ভরাট করে ফেলবো। আশাকরি তখন কোনও সমস্যা থাকবে না।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো