X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

কথা রাখেননি চেয়ারম্যান তোতা মিয়া, সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ

যশোর প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ২১:০০আপডেট : ২৬ জুলাই ২০২০, ০০:১৪

ছবি: আব্দুল আজিজ যশোরের চৌগাছায় একটি সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ করেছে গ্রামবাসী। চার বছর আগেও তারা একই দাবিতে সেখানে ধান লাগিয়েছিল। সেই সময় চেয়ারম্যান, মেম্বাররা রাস্তা সংস্কারের আশ্বাস দেন। গত নির্বাচনের সময় চেয়ারম্যান তোতা মিয়া আশ্বাস দিলেও নির্বাচনের পর তিনি ওই গ্রামেই আসেননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ জুলাই) রাতের কোনও এক সময় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি (বৃত্তিপাড়া) থেকে নগরবর্ণি (গুপীনাথপুর) সড়কের গুপীনাথপুর প্রবেশের মুখে সড়কের প্রায় ত্রিশ ফুট এলাকায় ধান রোপণ করা হয়। রাস্তাটি নগরবর্ণি বাজার থেকে প্রায় ৫০০ মিটার বর্ণি গ্রামের দিকে গিয়ে বৃত্তিপাড়া থেকে কিছুটা ফ্লাট সোলিং, এরপর থেকেই কাঁচা। দীর্ঘদিন ধরে স্থানীয়রা সড়কটি পাকা করার দাবি করে আসছে।

হাজি আব্দুল বারিক নামে এক গ্রামবাসী বলেন, ‘’চার বছর আগেও স্কুলের ছেলেরা রাস্তায় ধান লাগিয়ে দেয়। তখন চেয়ারম্যান, মেম্বাররা এসে বলেছিল, রাস্তা সোলিং হলেও করে দেবে। গত রাতে গ্রামের ছেলেরা আবার রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে। সড়কের ওপরে চার থেকে পাঁচটি খণ্ডে ধান লাগানো হয়েছে।

ছবি: আব্দুল আজিজ গ্রামের বাসিন্দা আক্তারুজ্জামান বলেন, ‘এই রাস্তা দিয়ে দুর্গাপুর, পুড়াদাহ, রাজাপুর, উসনিপাড়া, মান্দারতলা, রামকৃষ্ণপুরের লোকজন পুড়াপাড়া ও চৌগাছা শহরে যাতায়াত করেন। আমাদের গ্রামটি মাঝখানের গ্রাম অথচ এই রাস্তাটিই হচ্ছে না। তোতা মিয়া প্রায় দশ বছর ধরে চেয়ারম্যান আছেন। তিনি প্রথম বার নির্বাচনের সময়ে আমাদের বলেছিলেন এই রাস্তাটি করে দেবেন। এই দশ বছরে তিনি তা করে দেননি। তিনি দুর্গাপুরের দিক থেকে কিছু রাস্তা সোলিং করেছেন। তাছাড়া এই রাস্তায় কোনও কালভার্ট নেই। সামান্য বৃষ্টি হলেই বাড়িঘর জলাবদ্ধ হয়ে পড়ে। একাধিকবার মেম্বার ও চেয়ারম্যানের কাছে গিয়েও কাজ হয়নি।’

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল আজিজ বলেন, ‘ইউএনও স্যার আমাকে এখানে পাঠিয়েছেন। বিষয়টি দেখে তাকে রিপোর্ট করার জন্য। চার বছর আগে গ্রামবাসীর ধান লাগিয়ে প্রতিবাদ করেছিল। আমরা আরেক পাশ থেকে রাস্তা আনছি। তিন কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় অর্ধেক রাস্তা হয়েছে। পর্যায়ক্রমে সম্পূর্ণ রাস্তা করা হবে।’

চৌগাছা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান, বিষয়টি তার জানা নেই। রাস্তাটির আইডি হয়েছে কিনা সে বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন।

এদিকে এই বিষয়ে জানতে চেয়ারম্যান তোতা মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট
বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট
ভুটান লিগে পারোর রেকর্ড ২৮ গোলের ২৪টি চার বাংলাদেশির
ভুটান লিগে পারোর রেকর্ড ২৮ গোলের ২৪টি চার বাংলাদেশির
ভারতে সোফিয়া কুরেশিকে নিয়ে তীর্যক মন্তব্য করায় মন্ত্রীকে সুপ্রিম কোর্টের তিরস্কার
ভারতে সোফিয়া কুরেশিকে নিয়ে তীর্যক মন্তব্য করায় মন্ত্রীকে সুপ্রিম কোর্টের তিরস্কার
প্রধান বিচারপতির বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
প্রধান বিচারপতির বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক