X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

টেকনাফ পৌরসভার পৌনে ৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ২২:৩১আপডেট : ২৭ জুলাই ২০২০, ২২:৩৯

টেকনাফ পৌরসভার বাজেট ঘোষণা করছেন পৌরমেয়র হাজি মোহাম্মদ ইসলাম।

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২০২০-২১ অর্থ বছরে ৪৭ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। (২৭ জুলাই) সোমবার দুপুরে পৌরভবন সম্মেলন কক্ষে ৪৭ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৩৯৯ টাকার বাজেট ঘোষণা করেন টেকনাফ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ইসলাম।

এই প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৩৯৯ টাকা, উন্নয়ন খাতে ৪২ কোটি ১৫ লাখ টাকা এবং বাজেট উদ্ধৃত্ত ২ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৩৯৯ টাকা ধরা হয়েছে।

বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন টেকনাফ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ইসলাম। বাজেটে আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী ও হিসাবরক্ষক মো. সৈয়দ হোসেন। এতে স্যানিটেশন, পানি সরবরাহ, যানজট, হাটবাজার ও পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেন ও রাস্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম বলেন, ‘টেকনাফ একটি সম্ভবনাময় জায়গা। সবার প্রচেষ্টা থাকলে এই পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করা সম্ভব হবে। ইতোমধ্যে সকলের সহযোগিতায় এ পৌরসভাকে এ গ্রেডে উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান এই বাজেটে বিশেষ প্রকল্প হিসেবে বিভিন্ন সংস্থা কর্তৃক সাড়ে ৩৯ কোটি টাকার পানি বিশুদ্ধকরণ, ডিপ টিউবয়েল, পাকা পায়খানা, রাস্তা, ড্রেন ও সড়ক বাতি স্থাপনের পরিকল্পনা রাখা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে টেকনাফ পৌরসভা একটি দৃষ্টিনন্দন পৌরসভা হিসেবে রূপান্তরিত হবে।   

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মৌ. মুজিবুর রহমান, আবদুল্লাহ মনির, কাউন্সিলর নাজমা আলম, এহেতেশামুল হক বাহাদুর, হোসন আহমেদ, প্রকৌশলী পরাক্রম চাকমা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সভা পরিচালনা করেন পৌরসভার সহকারী প্রধান মোরশেদুল ইসলাম।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম