X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মামার জমি দখল করতে চায় ভূমিদস্যুরা!

বরিশাল প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ২৩:৩২আপডেট : ৩০ জুলাই ২০২০, ০০:২৮




অস্থায়ী ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা বরিশালের মুলাদী উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বন্দর এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মামা মরহুম আব্দুল জলিল খানের জমির ওপর লোলুপ দৃষ্টি পড়েছে ভূমিদুস্যদের। ওই জমিতে জোরপূর্বক ঘর তোলে দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায়, এবার ওই পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে ভূমিদস্যুরা। অভিযোগ উঠেছে একই এলাকার ফরিদ খান, শাহজাহান হাওলাদার, লতিফ খান ও খালেক বেপারীসহ তাদের সহযোগীরা এ অপচেষ্টা চালাচ্ছে ও হুমকি-ধামকি দিচ্ছে।

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের মামাতো বোন ও মৃত আব্দুল জলিলের মেয়ে জান্নাতুল ফেরদৌস জানান, তাদের ঘরের পাশেই দুই শতাংশ জমি নিয়ে টানা ১০ বছর মামলা চলার পর নিন্ম আদালত জমি দখল চেষ্টাকারীদের পক্ষে রায় দেন। পরে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। এরই মধ্যে তার বাবা আব্দুল জলিলের মৃত্যু হওয়ায় ভূমিদস্যু চক্রটি আদালতের নির্দেশ অমান্য করে সেখানে জোরপূর্বক ঘর তোলে দখলে যাওয়ার চেষ্টা চালায়।

বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানালে তিনি পদক্ষেপ নিয়ে দখল চেষ্টা বন্ধ করেন। পরে ভূমিদস্যুরা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই পরিবারের সদস্যদের হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি বর্তমানে মুলাদীতে বসবাসকারী ফেরদৌসের মা ও বোনকে হত্যাসহ গুম করে ফেলারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ফেরদৌস আরও জানান, আমরা ঢাকা থাকার সুবাদে শাহজাহান হাওলাদার, ফরিদ খান ও তাদের লোকজন মানসিকভাবে আমার পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছে। মোবাইলে এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। উপজেলা চেয়ারম্যান সেখানকার কাজ বন্ধ করে দিলেও রাতের আঁধারে ভূমিদস্যুরা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে কাজ করাচ্ছে। ফেরদৌস বলেন, উচ্চ আদালত থেকে এই জমিতে কেউ কোনও কাজ করতে পারবে না বলা হলেও, ভূমিদস্যু চক্রটি জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।

অভিযুক্ত ফরিদ খানের দাবি, ‘আমরা জমিটি নিয়ে আগেও দুটি মামলা জিতেছি। আর কোথাও কোনও মামলা চলছে কিনা আমাদের জানা নেই এবং কোনও নোটিশও পাইনি।’

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উপজেলা চেয়ারম্যানের নির্দেশে বর্তমানে ঘরের কাজ বন্ধ রেখেছি।

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু খান বলেন, অভিযোগ পেয়ে ঘর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সেখানে যাতে পরবর্তীতে কেউ আদালতের নির্দেশ অমান্য করে কাজ করতে না পারে, সে জন্য আমার ব্যক্তিগত লোকদের নজর রাখতে বলেছি। আমার জানামতে ওই জমিতে ঘর তোলা বন্ধ রয়েছে। ঘটনাস্থল মুলাদী থানা পুলিশও পরিদর্শন করেছেন বলে জানান উপজেলা চেয়ারম্যান।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে