X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বজ্রাঘাতে নিহত ৫

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ১৮:২২আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২৩:২৫




বজ্রাঘাত বজ্রাঘাতে জয়পুরহাট ও কুড়িগ্রামে দুই কৃষক, শেরপুরে এক কৃষক ও এক শিশু শিক্ষার্থী এবং ঝিনাইদহে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট প্রতিনিধি জানান, ক্ষেতলালে বজ্রাঘাতে সেকেন্দার আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার পৌলুঞ্জ গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। কৃষক সেকেন্দার আলী পৌলুঞ্জ গ্রামের উমির উদ্দিনের ছেলে। ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার ঝড়-বৃষ্টির সময় নিজ জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রাঘাতে কৃষক সেকেন্দার আলীর পুরো শরীর ঝলসে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ওই গ্রামের মুতলুব হোসেন নামের অপর এক কৃষক আহত হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, রাজীবপুর উপজেলায় নদী‌তে মাছ ধর‌তে গি‌য়ে বজ্রাঘা‌তে গোলাম হো‌সেন (৫৫) না‌মে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপ‌জেলার কোদালকাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত গোলাম হো‌সেন ওই ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছে‌লে ব‌লে জানা গে‌ছে। রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সেতু রায় মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তিনি জানান, বজ্রাঘা‌তের শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আ‌গেই মৃত‌্যু হয়।

শেরপুর প্রতিনিধি জানান, খালে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল মুন্নাফ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  বিকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্নাফ ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ঝিনাইগাতীতে আকস্মিক বজ্রাঘাতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর নাম শিমু পারভিন (৯)। মঙ্গলবার বিকালে উপজেলার মালিঝিকান্দা ইউপির জোলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শিমু দিনমজুর ওয়াহাব আলীর মেয়ে। ও স্থানীয় ফরিদ মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, কালীগঞ্জে বজ্রাঘাতে জাহিদুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাড়িপাড়া গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। সে উপজেলার রাকড়া গ্রামের শফিয়ার রহমানের পুত্র। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, দুপুরে মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষের কাজ করতে যান জাহিদুল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রাঘাতে জাহিদ আহত হন। পরে তার বাবাসহ মাঠের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!