X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিনহাকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন র‌্যাবের নতুন তদন্ত কর্মকর্তা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ২২:৫৫আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২৩:০৭

মেজর (অব.) সিনহাকে এবিবিএন চেকপোস্টে কিভাবে হত্যা করা হয় তা দেখতে আসেন তদন্তদল।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দায়িত্বপ্রাপ্ত নতুন তদন্ত কর্মকর্তা (আইও)সহ র‌্যাবের একটি দল কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শামলাপুর এপিবিএন পুলিশের চেকপোস্ট পরিদর্শন করেছেন। ১৫ আগস্ট দুপুর দুইটার দিকে তারা ঘটনাস্থলে আসেন। এসময় তাদের দেখে প্রত্যক্ষদর্শীদের অনেকে এগিয়ে এলে তদন্ত দল তাদের নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানায়। প্রত্যক্ষদর্শীরা সিনহা নিহত হওয়ার পর চেকপোস্টে কীভাবে মরদেহ পরে থাকতে দেখেছেন সে বর্ণনাও দেন তদন্তদলের কাছে।

এর আগে ৩১ জুলাই তথ্যচিত্রের কাজ শেষে ফেরার পথে টেকনাফের মেরিন ড্রাইভে বাহারছড়ায় এপিবিএন'র চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের দলটি ঘটনাস্থলে এক ঘণ্টার মতো অবস্থান করেন।

কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যা মামলা

এ সময় র‌্যাবের এক কর্মকর্তা বলেন, ‘কোনও অপরাধী যেন ছাড়া না পায় সেভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আামরা কোনও পক্ষের না। প্রকৃত ঘটনা তুলে আনার জন্য কাজ করছি। 

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে গাড়িবহরে র‌্যাবের একটি দল অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাস্থল টেকনাফের বাহারছড়া এলাকায় পরিদর্শন করেন। এসময় তদন্ত দল ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলেন। এতে এক প্রত্যক্ষদর্শী এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদের মরদেহ মাটিতে কিভাবে পরেছিল সেটির বর্ণনা দেন। এর আগে ক্রাইম সিন সংগ্রহের পদ্ধতি অবলম্বন করে ইট দিয়ে শরীরের অবয়ব আকৃতি তৈরি করে ঘটনার সময় সিনহার রাশেদের অবস্থান বোঝার চেষ্টা করেন র‌্যাবের নতুন তদন্ত কর্মকর্তা। এসময় একটি প্রাইভেট কার দাঁড় করিয়ে সিনহা রাশেদের প্রতীকী অবস্থান তৈরি করেন। ঘটনার সময় এপিবিএন'র চেকপোস্টে ব্যারিকেডগুলো ঠিক কোথায় ছিল সেগুলোর অবস্থান বোঝার চেষ্টা করেন। 

এপিবিএন এর চেকপোস্টে মেজর (অব.) সিনহার মরদেহ পড়ে থাকার অবস্থান বোঝার চেষ্টা করেন তদন্ত দল।

পরিদর্শনকালে তদন্তকারী দলটি ঘটনাস্থল ভালোভাবে ঘুরে দেখেন এবং নানা তথ্য সংগ্রহ করেন। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে তদন্তকারী দলটি ঘটনাস্থল থেকে ফিরে যান।

টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন ও স্থানীয় এক ইউপি সদস্য বলেন, ‘দুপুরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলসহ আশপাশ ঘুরে দেখেন। এসময় কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গেও কথা বলেন তারা। এসময় তদন্ত দলের সামনে কিভাবে ঘটনা হয়েছিল সেটি তুলে ধরেন এক প্রত্যক্ষদর্শী।

মেজর (অব.) সিনহার গাড়িটি আসা এবং তাকে হত্যার পজিশন বোঝার চেষ্টা করছেন র‌্যাবের নতুন তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ এ হ্যতাকাণ্ডে যে পৃথক মামলাটি করেছে সেটির তিন সাক্ষীকেও গ্রেফতার করে র‌্যাব। তারাও এখন রিমান্ডে রয়েছেন। আর মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে র‌্যাবকে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী