X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‌‘সারা জীবন জেলখানাতে কাটাবো, তবু শিশু উন্নয়ন কেন্দ্রে থাকবো না’

খুলনা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ২২:০১আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:১০

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিহত মো. পারভেজ হাসান রাব্বি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনে নিহত তিন জনের একজন খুলনার পারভেজ হাসান রাব্বি (১৬)। মৃত্যুর সাত দিন আগে ফোনে রাব্বি তার বাবাকে বলেছিল, ‘এখানে আর থাকতে চাই না, জন্মনিবন্ধন সংশোধন করে প্রাপ্তবয়স্ক দেখিয়ে এখান থেকে বের করে নিয়ে যাও। সারা জীবন জেলখানাতে কাটাবো, তবু শিশু উন্নয়ন কেন্দ্রে থাকবো না।’

বাবা রোকা মিয়া যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ছেলে রাব্বিকে সরিয়ে নিতে জন্মনিবন্ধন সংশোধনেরও চেষ্টা করেন। রোকা মিয়া সন্তানকে দ্রুত সরিয়ে নিতে তৎপরও ছিলেন। কিন্তু সফল হওয়ার আগেই ছেলের মৃত্যু হলো। ছেলেকে একটু অপেক্ষা করতে বলেছিলেন তিনি। অপেক্ষার শেষ হলো বাড়িতে রাব্বির নিথর দেহ আসার মধ্য দিয়ে।

রাব্বির মৃত্যুতে খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবারের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে মা পারভীন বেগম এখন ভারসাম্যহীন।

দৌলতপুরের পশ্চিম সেনপাড়ার বাসিন্দা খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা মো. রোকা মিয়ার একমাত্র ছেলে মো. পারভেজ হাসান রাব্বি বন্ধুমহলের বিরোধে গত বছরের ৩১ আগস্ট একই এলাকার মোস্তফা ফরাজীর ছেলে মো. জনি ফরাজী (১৮) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হয়। জনি ফরাজী হত্যার ঘটনায় তার পিতা মোস্তফা ফরাজী বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন (মামলা নম্বর-১৮, তারিখ-৩১/৮/১৯)। মামলায় পারভেজ হাসান রাব্বি, মো. জনি ও মো. মামুনুর রশিদ লিমনকে আসামি করা হয়। আসামিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালতের মাধ্যমে তাদের ৮-৯ মাস আগে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। পারভেজ হাসান রাব্বি মাঝে মধ্যে পরিবারকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অনিয়মের চিত্র জানাতো। খাওয়া দাওয়াসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অবহিত করতো। সর্বশেষ গত বৃহস্পতিবার সকালে রাব্বি তার বাবাকে ফোন করে সেখানে সমস্যা হচ্ছে বলে জানায় এবং তাকে সরিয়ে আনার জন্য বলে।

রোকা মিয়া বলেন, ‘রাব্বি ফোনে জানিয়েছিল ওখানে ঠিকমতো খেতে দেয় না, খাবার চাইলে নির্যাতন করা হয়। দুই সপ্তাহ আগে শিশু উন্নয়ন কেন্দ্রে খাবার নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে রাব্বিসহ কয়েকজন বন্দির কথা কাটাকটি হয়েছে। এখানকার কর্মকর্তাদের মদতপুষ্ট কিছু বন্দি একজোট হয়ে তাদের বিভিন্নভাবে নির্যাতন করছে। রাব্বি আরও বলেছিল, ওখানে যাদের ফোন দিয়ে কথা বলে, তারা পাশে দাঁড়িয়ে থাকার কারণে সব কথা বলা যায় না। আর কোনও কিছু বললে তারা পরে শাস্তি দেয়। তাই রাব্বি যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকতে চায়নি। ওখান থেকে যেকোনোভাবে তাকে বের করে আনার জন্য আকুতি জানিয়েছিল।’

নিহত রাব্বির স্বজনদের আহাজারি রোকা মিয়া বলেন, ‘আমি ছেলেকে বলেছিলাম অপ্রাপ্ত বয়স্ক কিশোররা ওখানেই থাকে। রাব্বি বলে, বাবা আমি আর অপ্রাপ্ত বয়স্ক থাকতে চাই না, আমার জন্মনিবন্ধন সংশোধন করে আমাকে নিয়ে যাও। সারা জীবন জেলখানাতে থাকবো, তবু এখানে থাকবো না।’

তিনি আরও বলেন, ‘আমি আমার ছেলের লাশ আনতে গিয়ে আহত বন্দিসহ অনেকের কাছে নির্মম নির্যাতনের কথা শুনেছি। ২-৩ দিন ধরে না খাওয়া আমার ছেলেসহ কিশোর বন্দিদের প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা-কর্মচারী ও তাদের মদতপুষ্ট বন্দি মিলে অডিটোরিয়ামের সিঁড়িঘরের নিচে নিয়ে গ্রিলের সঙ্গে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে মুখে গামছা ঢুকিয়ে লোহার রড, ক্রিকেটের স্ট্যাম্প, পাইপ, কাঠ ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে। মুমূর্ষু অবস্থায় তাদের চিকিৎসা না করে অডিটোরিয়ামের মেঝেতে ফেলে রাখে। পানি চাইলেও তাদের তা দেওয়া হয়নি। পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়লে আমার ছেলেসহ আহতদের হাসপাতালে নেয়। কিন্তু তার আগে আমার ছেলে রাব্বিসহ নাঈম হোসেন ও রাসেল ওরফে সুজন মারা যায়।’

শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা একই এলাকার মো. আলমগীরের পুত্র মো. জনি গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার নিহত রাব্বির লাশের সব আইনি প্রক্রিয়া শেষে দুপুর ১২টায় মানিকতলা খাদ্যগুদাম সংলগ্ন মসজিদের সামনে জানাজা শেষে মহেশ্বরপাশা কবরস্থানে দাফন করা হয়।

এদিকে নিহত রাব্বির দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে মা পারভীন বেগম মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে নির্মমভাবে এমন মৃত্যু পরিবারসহ এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এলাকাবাসী এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা