X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বন্যায় জামালপুরে কৃষির ক্ষতি ১৪০ কোটি টাকা

জামালপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ১১:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১১:০৯

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি দীর্ঘ এক মাস ধরে বন্যার পানিতে ডুবে থাকায় জামালপুর অঞ্চলে কৃষির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সরকারি হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা সর্বমোট এক লাখ ৯০ হাজার ২৭ জন। আর কৃষি বিভাগ বলছে এ বছরের বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে মোট ১৪০ কোটি টাকার ওপরে। বন্যায় ধান, পাট, আখ, ভুট্টা, শাক-সবজি থেকে শুরু করে নষ্ট হয়েছে রোপা আমন ধানের বীজতলা। তাই আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কৃষকরা।

জামালপুরে কৃষি বিভাগের সূত্র মতে, বন্যায় জেলার ৭টি উপজেলার কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি থেকে বন্যার পানি নেমে যাওয়ায় কৃষির ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। কৃষি বিভাগের তথ্য মতে এ বছরের বন্যায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি, বকশিগঞ্জ ও জামালপুর সদরসহ মোট সাত উপজেলার ৫৯ টি ইউনিয়ন ও ৬৭৭ টি গ্রামের মোট ২৬ হাজার ২০৬ হেক্টর জমির রোপা আমন বীজতলা, আউশ, পাট, শাকসবজি, ভুট্টা, আখ, মরিচ, কলা, তিল, বাদামসহ অন্যান্য ফসলি জমি বন্যার পানিতে প্লাবিত হয়েছিলো। ডুবে যাওয়া জমির মধ্যে ১৫ হাজার ৪৯২ হেক্টর জমির ফসল সম্পূর্ণ এবং বাকি ১০ হাজার ৭১৪ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ফসলি জমির মধ্যে রয়েছে দুই হাজার ৯২ হেক্টর জমির রোপা আমন বীজতলা, চার হাজার ২৮৮ হেক্টর জমির আউশ, সাত হাজার ৪৪ হেক্টর জমির পাট, এক হাজার ৮৩৮ হেক্টর জমির শাকসবজি, ১০ হেক্টর জমির ভুট্টাসহ মরিচ, আখ, কলা, তিল, বাদামের ফসল। সরকারি হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা সর্বমোট এক লাখ ৯০ হাজার ২৭ জন।

ঘুরে দাঁড়াতে ফের কাজ শুরু করেছেন কৃষকরা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের সিদ্দিক মন্ডল, দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের আব্দুল করিম মিয়া ও জুলহাস মিয়া জানান, বন্যায় কষ্টার্জিত ফসল নষ্ট হওয়ায় কৃষকের দু’চোখের ঘুম উধাও হয়ে গেছে। তাদের চোখে এখন শুধু হতাশা। চরম লোকসানের মুখে পড়েছে বন্যা এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাই ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ইতোমধ্যে নিজ উদ্যোগে আবারও নতুন করে চাষাবাদ শুরু করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এদিকে জামালপুর কৃষি বিভাগ জানায়, এক মাসেরও বেশি সময় ধরে বন্যার কারণে কৃষির ক্ষতি পুষিয়ে নিতে ছয় হাজার ৩০০ হেক্টর জমির রোপা আমন বীজতলা প্রস্তুতের চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। ৭২ শতাংশ জমিতে ইতোমধ্যে চারা রোপন সম্পন্ন হয়েছে। নতুন করে বন্যা না হলে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেন, বন্যায় ১৫ হাজার ৪৯২ হেক্টর ফসলি জমি যার মধ্যে রোপা আমন বীজতলা, আউশ, পাট, ভুট্টা, মরিচ, আখ, কলা, তিল, বাদাম সম্পূর্ণ নষ্ট হয়েছে। ১৪০ কোটি টাকার অধিক আর্থিক লোকসান হয়েছে। ছয় হাজার ৩০০ হেক্টর জমিতে রোপা আমন বীজতলার টার্গেট হাতে নিয়ে ইতোমধ্যে ৭২ শতাংশ জমিতে চারা রোপন করা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ