X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট এড়িয়ে চলার আহ্বান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০

বিআইডাব্লিউটিএ চেয়ারম্যান গোলাম সাদেক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেক বলেছেন, ‘আগামী সপ্তাহের মধ্যে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে। বর্তমানে এই নৌরুটে কে-টাইপ ও মিডিয়াম টাইপের ছোট ফেরিগুলো সচল রাখার জন্য সাধ্যমতো চেষ্টা চলছে। যাত্রীদের শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাট ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। তাদের দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলের জন্য বলা হচ্ছে।’

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নৌরুটে খনন কাজের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

গোলাম সাদেক বলেন, ‘কয়েকদিন আমাদের একটু কষ্ট করতে হবে। তবে শিগগির একটি সুন্দর ব্যবস্থা চালু করা হবে। চ্যানেলে ড্রেজিং কাজ চলছে। এক জায়গা থেকে ড্রেজার নিয়ে আরেক জায়গায় বসানোও বেশ কষ্টসাধ্য। ১২ জন মানুষের দুই দিন লেগে যায়।’ শিমুলিয়া ঘাট

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, বুধবার বিকাল ৪টায় শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে ৩৫০ গাড়ি। এদের মধ্যে প্রাইভেটকার, পিকআপের সংখ্যাই বেশি। ভোর ৬টা থেকে চলাচল করছে ছয়টি ছোট ফেরি। শুধু দিনের বেলা ফেরি চলাচল করায় প্রতিদিন যাত্রী ও যানবাহন অত্যাধিক চাপ থাকে।

উল্লেখ্য, পদ্মা নদীতে নাব্য সংকট, তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে ২৯ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য রাতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন-

রাতে ফেরি চলবে না শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনবিআর বিলুপ্তির প্রস্তাব বাতিল ও টেকসই সংস্কারের দাবিতে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি
এনবিআর বিলুপ্তির প্রস্তাব বাতিল ও টেকসই সংস্কারের দাবিতে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি
অসীম কুমার উকিল ও তার স্ত্রীর ১৬ ফ্ল্যাট, ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ
অসীম কুমার উকিল ও তার স্ত্রীর ১৬ ফ্ল্যাট, ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ
ট্যারিফ, নন-ট্যারিফ বাধা দূরীকরণে জোর
ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ২০২৫ট্যারিফ, নন-ট্যারিফ বাধা দূরীকরণে জোর
সেরা সাঁতারুর খোঁজে চট্টগ্রামে ভালো সাড়া
সেরা সাঁতারুর খোঁজে চট্টগ্রামে ভালো সাড়া
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ