X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাবি শিক্ষার্থীদের মানসিক সক্ষমতা বৃদ্ধিতে অনলাইন স্বাস্থ্যসেবা

শাবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৩




শাবি শিক্ষার্থীদের মানসিক সক্ষমতা বৃদ্ধিতে অনলাইন স্বাস্থ্যসেবা করোনাকালে শিক্ষার্থীদের অনেকেই হতাশাগ্রস্ত ও বিষণ্নতায় ‍ভুগছেন। এ অবস্থা কাটিয়ে মানসিক সক্ষমতা বৃদ্ধিতে প্রতি বৃহস্পতিবার চার পর্বে অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে চার দিনে চার পর্বে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এ সেবা দেওয়া হবে। প্রতি পর্বে সাতটি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিদিন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। আগ্রহীরা ৮৪০৪৭৬০০৭৮ জুম আইডি এবং ১৪৪০৮০ পাসওয়ার্ড ব্যবহার করে এ সেবা নিতে পারবেন।

অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, শিক্ষার্থীরা অনেকদিন ধরে বাড়িতে রয়েছে। তাদের মানসিক অবস্থা যেন কোনও কারণে খারাপ না থাকে, সেজন্য আমাদের এ উদ্যোগ। জুম মিটিংয়ের মাধ্যমে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের বর্তমান মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সাইকোলজিস্ট ফজিলাতুন নেছা এ স্বাস্থ্য সেবায় সবাইকে সার্বিক বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষিক ও ছাত্র উপদেষ্টাবৃন্দ থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা দফতর থেকে জানা যায়, এ সেবার প্রথম পর্বে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নৃবিজ্ঞান ও বাংলা বিভাগ অংশগ্রহণ করবে।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দ্বিতীয় পর্বে অর্থনীতি, ইংরেজি, পলিটিক্যাল স্টাডিজ, লোকপ্রশাসন, সমাজকর্ম, সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগ অংশ নেবে।

তৃতীয় পর্বে ১ অক্টোবর (বৃহস্পতিবার) রসায়ন, জিয়োগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, গণিত, পদার্থ, পরিসংখ্যান, সমুদ্রবিদ্যা ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ অংশ নেবে।

আর ৮ অক্টোবর (বৃহস্পতিবার) শেষ পর্বে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ অংশ নেবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘করোনাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অনেকেই অবসাদগ্রস্ত ও বিষণ্নতায় রয়েছে। অনেকে দেখা যাচ্ছে কাজে অমনোযোগী ও হতাশাগ্রস্ত। এজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি যাতে করে তারা এ সেবা নিয়ে সুস্থ হয়ে কাজে মনোযোগী হতে পারেন।’ সংশ্লিষ্ট সবাইকে এ সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত