X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ইউজিসি’র শুনানিতে যাননি রাবি উপাচার্য ও উপ-উপাচার্য

রাবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে বিশ্বদ্যিালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ডাকা শুনানিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ যাননি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ইউজিসি মিলনায়তনে অনুষ্ঠিত শুনানিতে তাদের অনুপুস্থিতির কথা নিশ্চিত করেছেন ইউজিসি’র সদস্য ও রাবি প্রশাসনের দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক দিল আফরোজা বেগম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'উপ-উপাচার্য অসুস্থতার কারণে শুনানি আসতে পারবেন না জানিয়ে লিখিত বক্তব্য দিয়েছেন। আগামীতে আর কোনও শুনানি হবে না। আমরা যথেষ্ট তথ্য পেয়েছি, আর দরকার নেই। এই তথ্যের ভিত্তিতে রিপোর্ট জমা দেওয়া হবে।'

এদিকে অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউজিসির ডাকা গণশুনানিকে বেআইনি, আদালত অবমাননাকর ও রাষ্ট্রপতির ক্ষমতা খর্বের শামিল উল্লেখ করে ইউজিসির চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। শুনানিতে অংশ নেবেন না বলেও জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, এই বছরের ৪ জানুয়ারি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের দ্বিতীয় মেয়াদে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য-উপাত্ত সংবলিত ৩০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জমা দেয় ‘দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ’ ব্যানারে আন্দোলনরত প্রগতিশীল শিক্ষক সমাজের কয়েকজন শিক্ষক। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।

বৃহস্পতিবার অভিযোগকারী শিক্ষক চার জনের প্রতিনিধি দলের শুনানি করেন তদন্ত কমিটি। শনিবার অভিযুক্ত উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার শুনানির দিন ছিল।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি