X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মধুপুরে সংরক্ষিত বনে কলাবাগান উচ্ছেদ: বাগান ও জমি কার?

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
২০ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৬

টাঙ্গাইলের মধুপুরে বনবিভাগের নিয়মিত উচ্ছেদ অভিযানে ৪০ শতাংশ জমির কলাগাছ কাটাকে কেন্দ্র করে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় মানববন্ধন, বন কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও ভাঙচুরের ঘটনা দেখা গেছে।

গত ১৪ সেপ্টেম্বর মধুপুরের শোলাকুড়ি ইউনিয়নের পেগামারি গ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারী বাসন্তী রেমার জমির পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলে বনবিভাগ। তার তোলা কলাবাগান উজাড়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনা চলছে।

বাসন্তী রেমার দাবি– বংশপরম্পরায় পাওয়া জমিতে কলাবাগান গড়েছিলেন। কিন্তু বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে বেরিয়ে আসে কলাচাষি শহিদ আলীর নাম। শোলাকুড়ি ফকিরাকুড়ি গ্রামের এই ভ্যানচালকের দাবি– বাসন্তী রেমার কাছ থেকে ৪০ শতাংশ জমি ইজারা নিয়ে তিনিই কলাবাগানটি করেছেন।

বাসন্তী রেমা বলেন, ‘বংশপরম্পরায় জমিটি ভোগ করে আসছি। প্রায় সাত মাস আগে এখানে কলার আবাদ করি। গত ১৪ সেপ্টেম্বর কোনও নোটিশ না দিয়েই বনবিভাগের লোকজন আমার পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে। ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কলাগাছের চারা রোপণ করেছিলাম। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।’

মধুপুরে উচ্ছেদ করা কলাবাগানে বাসন্তী রেমা জমি ফেরত ও কলাগাছের ক্ষতিপূরণ দাবি করেছেন বাসন্তী রেমা। তবে শহিদ আলীকে জমি ইজারা দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। তার স্বামী গেটিশ যেত্রা বলেন, ‘২০১৩ সালে রবি খান নামের এক ব্যক্তিকে সাত বছরের জন্য জমিটি ইজারা দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষের পর এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আমরা কলাগাছের চারা রোপণ করি। হঠাৎ কলাগাছগুলো বনবিভাগ কেটে ফেললো।’

জমির কাগজের ব্যাপারে বাসন্তী রেমার স্বামীর মুখে শোনা গেলো, ‘পূর্বপুরুষের আমল থেকেই জমিটি আমরা ভোগ করে আসছি। এমনিতে তেমন কাগজপত্র নেই। পূর্বপুরুষরা কী যেন একটা কাগজ জমা দিয়ে জমি ভোগ করে আসছিল। ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা তো পূর্বপুরুষ থেকেই সরকারি জায়গায় ঘরবাড়ি করে থাকে।’

শহিদ আলী জমিটি ইজারা নেওয়া দাবিকারী শহিদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, “পেগামারী এলাকায় বাসন্তী রেমার কাছ থেকে ৪০ শতাংশ জমি তিন বছর মেয়াদে ২৫ হাজার টাকার বিনিময়ে ইজারা নিয়ে কলার আবাদ করেছি। স্ট্যাম্পের মাধ্যমে লিখিত নিয়েছি। ২০২৩ সালের মে মাসে চুক্তির মেয়াদ শেষে হবে। গত চৈত্র মাসে জমিতে শবরি কলার চারা রোপণ করা হয়। সম্প্রতি বনবিভাগ কলাগাছ কেটে ফেলেছে। আমি তখন বাগানে ছিলাম না। পরে খবর পেয়ে গিয়ে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে। বাসন্তী রেমা সেখানে এসে আমাকে বলে– ‘আপনি বইলেন কলাবাগান বাসন্তী রেমার।’ কিন্তু তাকে বলেছি, আমি টাকা খরচ করে কলাবাগান করেছি। আপনার কথা বলবো কেন?”

শহিদ আলীর দাবি, “৫৩০টি কলাগাছের চারায় এ পর্যন্ত আমার ১ লাখ ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। আমি গরিব মানুষ, এখন অসহায় হয়ে বাড়িতে বসে আছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। চেয়ারম্যান বলেছেন– ‘এটা বনবিভাগ দেখবে। তুমি চিন্তা কইরো না।’ আমি সেই ভরসাতেই ক্ষতিপূরণ দাবি করছি। তবে এ নিয়ে যে মানববন্ধন হয়েছে তা আমার জানা ছিল না। বাসন্তী রেমাও আমাকে জানায়নি।”

মধুপুরে উচ্ছেদ করা কলাবাগানে বাসন্তী রেমা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, জমিটি বাসন্তী রেমা পৈতৃকভাবে ভোগ করে আসছেন। সেখানে সম্প্রতি এক ভ্যানচালক কলাবাগান করেছিলেন।

স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী বাসিন্দারা বাংলা ট্রিবিউনের কাছে উল্লেখ করেন, ‘আমাদের মা-বাবারা পাহাড়-জঙ্গলে বসবাস করে ফসল আবাদ করে চলতো। কিন্তু গাছগাছালি নষ্ট করতো না। গজারি গাছগুলো ঠিকভাবেই থাকতো। এভাবেই চলে আসছে। কিন্তু সরকার এভাবে জমি কেড়ে নেবে আমরা ধারণা করি নাই। এসব জমি আমাদের জমি, দখলের জমি। জমি তো এখন রেকর্ডের চেয়েও পুরনো হয়ে গেছে।’

মধুপুরে সংরক্ষিত বনে কলাবাগান উচ্ছেদ: বাগান ও জমি কার? সরেজমিনে দেখা যায়– মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জের আগে দোখলা রেঞ্জ কার্যালয় থেকে কলাবাগানটির দূরত্ব আধা কিলোমিটার। বনের ভেতর থাকা সড়কের পাশে কলাবাগান করার কারণে প্রাকৃতিক সৌন্দর্য ম্লান হয়েছে। বনের ভেতরে কলা ও আনার চাষ হচ্ছে। এ কারণে মধুপুর গড়ে ভ্রমণপ্রেমীদের সংখ্যা কমে যাচ্ছে।

সৌন্দর্যবর্ধন ও বনভূমি রক্ষায় নিয়মিত জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বনবিভাগ। বাসন্তী রেমার কথিত জমিতে রোপণ করা কলাবাগান কেটে ফেলার ঘটনার সুযোগ নিয়ে জমি দখলদার ও প্রভাবশালী মহল বনবিভাগের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

মধুপুরে উচ্ছেদ করা কলাবাগান দোখলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জবরদখলকৃত জমি উদ্ধারের জন্য গত ১৪ সেপ্টেম্বর অরণখোলা মৌজায় সিএস দাগ নম্বর ১৩ পেগামারী এলাকায় সংরক্ষিত বনভূমিতে অভিযান চালানো হয়। জমিটি আদিবাসী বাসন্তী রেমা দীর্ঘদিন ধরে জবরদখল করে আসছিলেন। তিনি আমাদের কমিউিনিটি ফরেস্ট ওয়ার্কারের (সিএফডব্লিউ) সদস্য। বাসন্তী রেমা জমি নিজে চাষ না করে শহিদ আলী নামে এক ব্যক্তির কাছে ইজারা দেন। শহিদ সেখানে কলাচাষ করে আসছিলেন। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কলাগাছ কর্তন করে জমি জবরদখলমুক্ত করেছি। আইন অনুযায়ী, সরকারি জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব বনবিভাগের। দখলকৃত জমি উদ্ধারে অভিযানের পূর্ব অনুমতি বা নোটিশের কোনও প্রয়োজন হয় না।’

আব্দুল আহাদের অভিযোগ, ‘অভিযানের সময় বাসন্তী রেমার লোকজন আমাদের ওপর হামলা চালায়। আমাদের অবরুদ্ধ করে রেখেছিল তারা। আমার বাসা ও সরকারি মোটরসাইকেলে ভাঙচুর চালানো হয়েছে। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।’

রেঞ্জ কর্মকর্তার তথ্যানুযায়ী, দোখলা রেঞ্জে বনভূমি ১৯ হাজার ৮৩৪ একর। জবরদখলে আছে ১২ হাজার ৪১১ একর। গত একবছরে ১৫৮ একর জমি বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। আব্দুল আহাদ বলেন, ‘যথারীতি সামাজিক বনায়ন সৃজন করেছি এবং উপকারভোগী নির্বাচন করে তাদের কাছে চুক্তিনামা হস্তান্তর করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

বনবিভাগ যেন অভিযান অব্যাহত রাখতে না পারে সেজন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রেঞ্জ কর্মকর্তার। তিনি বলেন, ‘বিশেষ করে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের সামনে রেখে অন্যান্য জবরদখলকারী ও প্রভাবশালীরা আমাদের হুমকি দিয়ে আসছে। কিন্তু যত প্রভাবশালীই হোক, আমরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাবো।’

মধুপুরে উচ্ছেদ করা কলাবাগান টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বনবিভাগের সাধারণ দায়িত্ব হিসেবে আমাদের মধুপুর অঞ্চলে রেঞ্জ কর্মকর্তা টহলে যান। তখন জবরদখল অবস্থায় কলাবাগান দেখতে পেয়ে কেটে ফেলা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা বিভিন্নভাবে অপপ্রচার করছে। এ নিয়ে তারা অন্য ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো, তারা কী বলতে যায় শুনবো।’

বিভাগীয় বন কর্মকর্তার মন্তব্য, ‘মধুপুরে বিশাল অংশ জবরদখল আছে। সেগুলো দখলমুক্ত করতে হবে। এখন পর্যন্ত টাঙ্গাইল বনবিভাগের প্রায় ৩৯ হাজার একর বনভূমি জবরদখলে আছে। এর মধ্যে মধুপুরে ১৪-১৫ হাজার একর জমি জবরদখল রয়েছে।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’