X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যমুনার ভাঙনে মসজিদ বিলীন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫১

যমুনার ভাঙনে ভেঙে গেছে একটি মসজিদ



সিরাজগঞ্জে যমুনার পানি উজানের চাপে পঞ্চম দফায় বাড়লেও আবার কমতে শুরু করেছে। সিরাজগঞ্জ পয়েন্টে এখন যমুনার পানি বিপৎসীমার অন্তত ১২ সেন্টিমিটার নিচে। তবে পানি কমতে থাকায় পানির টানে আবার শুরু হয়েছে ভাঙন। বিশেষ করে সদর উপজেলার পাঁচঠাকুড়ি গ্রামে যমুনার পশ্চিম পাড়ে ভাঙনের মাত্রা বেড়েছে। সর্বশেষ ভেঙে বিলীন হয়েছে পাঁচঠাকুড়ি গ্রামের একটি মসজিদসহ আশেপাশের বাড়ি-ঘর, ফসলি জমি।


স্থানীয়রা জানিয়েছেন, এই এলাকায় পাঁচঠাকুড়ি জামে মসজিদসহ বেশ ক’টি ঘরবাড়ি ও বসতভিটা গত শনিবার থেকে ভাঙনের কবলে পড়েছে। দু’মাস আগে পাঁচঠাকুড়ি গ্রামের উজানে পাউবোর ‘শিমলা তীর রক্ষা স্পারটি’ আকস্মিক নদী গর্ভে বিলীন হয়। এরপর থেকে এ অঞ্চলে থেমে থেমে ভাঙন দেখা দেয়। বর্তমানে এখানে ভাঙনের ব্যাপকতা আরও বেড়েছে। শনিবার দিনভর ভেঙে ভেঙে সন্ধ্যায় সম্পূর্ণ বিলীন হয় পাঁচঠাকুড়ি জামে মসজিদটি। রবিবারও এলাকাটির অবশিষ্টাংশ টিকিয়ে রাখতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)-র লোকজন জিওব্যাগ বালির বস্তা নিক্ষেপ করে। গত দু’মাস থেকে পাউবো এখানে জিওব্যাগ বালির বস্তা নিক্ষেপ চালু রাখলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না যমুনার অব্যাহত ভাঙন।

এদিকে, ভাঙন কবলিত অসহায় মানুষজন একদিকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন, এখনও থেমে থেমে ভাঙনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

যমুনার পানি কমছে কিন্তু ভাঙন থামেনি। ভেঙে বিলীন হওয়ার মুহূর্তে একটি মসজিদ।

ছোনগাছা ইউপি মেম্বর জহুরুল ইসলাম জানান, শিমলা, পাঁচ ঠাকুরী, ভাটপিয়ার এবং পারপাচিলসহ কয়েকটি গ্রামের সাড়ে তিন হাজারের বেশি মানুষ গত দু’মাসে নদী ভাঙনে বসতভিটা ও ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। জ্ঞাতিগোষ্ঠীর বন্ধন ছিন্ন করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অনেকেই।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম রবিবার দুপুরে বলেন, সিমলা স্পারটি সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হওয়ার পর থেকেই  এ অঞ্চলে যমুনার ভাঙন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ফের কমতে শুরু করেছে। পানি কমাতে থাকায় থেমে থেমে ভাঙন বাড়ছে। আপ্রাণ চেষ্টা থাকা সত্ত্বেও পাঁচঠাকুড়ি মসজিদটি নদীগর্ভে চলে গেছে।

ভেঙে বিলীন হলো একটি মসজিদ

নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, বর্ষা পুরোপুরি শেষ হলে এ অঞ্চলকে ভাঙনমুক্ত করতে জরুরি ভিত্তিতে যথাসম্ভব প্রকল্প তৈরি করা হতে পারে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!