X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কৃষকের পাশে ‘ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক’

দিনাজপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ২৩:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৬

 

ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়াসহ নানা কারণে ধান, ভুট্টা, সবজিসহ বিভিন্ন ফসলে রোগ-বালাই ও ক্ষতিকর পোকা-মাকড়ের আক্রমণ হয়। কীটনাশক প্রয়োগ করেও অনেকসময় উপকার পাওয়া যায় না। লোকবলের অভাবে কৃষি কর্মকর্তারা যেমন সব এলাকায় পরিদর্শন করে পরামর্শ দিতে পারেন না, ঠিক তেমনি কৃষকরাও সঠিক পরামর্শ পেতে ইউনিয়ন কিংবা উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের কাছে যেতে পারেন না।

এ অবস্থায় কৃষক ও কৃষির জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা কৃষি অফিস। কৃষকের ঘরে ঘরে গিয়ে কৃষি বিষয়ক পরামর্শ দিতে ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে ফসলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ফসলের ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে ফসলের চিকিৎসা বিষয়ক পরামর্শ গ্রহণে ব্যাপক সাড়া পড়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তায় কৃষকের জন্য চালু করতে কৃষিবান্ধব চিকিৎসা সেবার নাম দেওয়া হয়েছে ‘ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক’।

চিরিরবন্দর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এই উপজেলায় প্রায় ২৩ হাজার ৩২০ জন কৃষক প্রায় ১১৬০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শাক-সবজি চাষ করেন। সবজি মৌসুমের শুরু থেকেই নানা রোগ-বালাইয়ে ফসলের ক্ষতি হয়। হাঁট-বাজার থেকে নানা ধরনের কীটনাশক কিনে সবজি ও ধান ক্ষেতে প্রয়োগ করেও অনেক সময় ফল পাওয়া যায় না। কৃষকের এই ক্ষতি কমাতেই এমন উদ্যোগ নিয়েছে চিরিরবন্দর উপজেলা কৃষি বিভাগ।

ভ্রাম্যমাণ ক্লিনিকটির পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পর সোমবার আনুষ্ঠানিকভাবে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ক্লিনিকের উদ্বোধন করা হয়। এদিন প্রায় এক হাজার কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ দেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

পরামর্শ পেয়ে কৃষকরা বলেন, এর আগে এমন করে কোনও কর্মকর্তা ফসলের চিকিৎসা দিতে গ্রামে আসেননি। এ উদ্যোগ আমাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। আগে গ্রাম থেকে কৃষি অফিসে গিয়ে পরামর্শ নিতে হয়েছে। এখন গ্রামে এসে কৃষককে ফসলের বিষয়ে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

ফসল ক্লিনিকে কৃষি বিষয়ক নানা সমস্যার পরামর্শ ও ব্যবস্থাপত্র পান কৃষকরা ভ্রাম্যমাণ ক্লিনিকে সেবা নিতে আসা কৃষ্ণপুর গ্রামের রহমান আলী বলেন, আমি ২০ শতক জমিতে মরিচ চাষ করেছি। কিন্তু সেই গাছের শিকড়ে পচন ধরে গাছ মারা যাচ্ছে। বিনামূল্যে ক্লিনিকের কর্মকর্তারা ব্যবস্থাপত্রসহ পরামর্শ দিয়েছেন। একই গ্রামের মোতাহার হোসেন, দুলাল মিয়াসহ আরও অনেকে মরিচ, বেগুন, পটল, মূলা, করল্লা, লাউসহ নানা জাতের সবজির রোগবালাই দমনের পরামর্শ নিয়েছেন ভ্রাম্যমাণ ক্লিনিক থেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলার ২৩ হাজার কৃষককে ঘরে ঘরে গিয়ে কৃষি বিষয়ক পরামর্শ দেওয়া সম্ভব হয় না। তাই ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে ফসলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ফসলের মাঠে এই ভ্রাম্যমাণ ক্লিনিকটি যাবে। সেখানকার কৃষকরা ক্লিনিকে এসে ফসলের রোগ-বালাই, পোকা-মাকড়ের তথ্য দিয়ে প্রয়োজনীয় সেবা পাবেন। শুধু তাই নয়, ফসলের কী সমস্যা তা স্বচক্ষে পর্যবেক্ষণ করার জন্য ভ্রাম্যমাণ ক্লিনিকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা থাকবেন। এ ক্লিনিকে
এসে ফসলের চিকিৎসা বিষয়ক পরামর্শ গ্রহণে কৃষকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ