X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পটুয়াখালীর ঐতিহ্যবাহী টাউন হল রক্ষার দাবিতে দাঁড়ালো গ্রুপ থিয়েটার ফেডারেশন

পটুয়াখালী সংবাদদাতা
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:২২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৭

স্থানীয় সংস্কৃতিকর্মীদের নিয়ে পটুয়াখালী টাউনহলের সামনে এই ভবনটিকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর কর্মকর্তারা।  
পটুয়াখালী জেলার ১২৬ বছরের রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চার ঐতিহ্যবাহী টাউন হল ও ড্রামাটিক ক্লাব  দখলদারদের কবল থেকে রক্ষার দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলা‌দেশ গ্রুপ থি‌য়েটার ফেডারেশন ও পটুয়াখালী দখিনা নাট্যমঞ্চসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় দখিনা নাট্যমঞ্চ পটুয়াখালীর আয়োজনে শহীদ স্মৃতি পাঠাগার হতে শতাধিক সাংস্কৃতিক কর্মী মৌনমিছিল সহকারে টাউন হলের সামনে উপস্থিত হয়ে দখলদারদের কবল থেকে  ঐতিহ্যবাহী টাউন হল ও ড্রামাটিক ক্লাব মুক্ত করে সংস্কৃতিচর্চা গতিশীল করার জন্য মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল বায়েজীদ, সভাপতিমণ্ডলীর সদস্য অনন্ত হীরা, সম্পাদক (অনুষ্ঠান) খন্দকার শাহ আলম, দখিনা নাট্যমঞ্চ পটুয়াখালীর সভাপতি অ্যাডভোকেট শৈলেন চন্দ, সহ-সাধারণ সম্পাদক আতিকুজ্জামান দীপু।

অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের  সম্পাদক (অর্থ) রফিক উল্লাহ সেলিম, সম্পাদক (তথ্য ও গবেষণা)  আবদুল হালিম আজিজ, সম্পাদক (দপ্তর) খোরশেদুল আলম, ঢাকা মহানগর থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক  সম্পাদক তপন হাফিজসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃ‌তিক সংগঠ‌নের নেতৃবৃন্দরা।

পটুয়াখালী টাউন হল দখলমুক্তের ও রক্ষার দাবিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন।

এসময় বক্তারা ব‌লেন, শুধু পটুয়াখালীই নয় দে‌শের বি‌ভিন্ন স্থান থে‌কে টাউনহ‌লের মতো ইতিহাস ঐতিহ্যবাহী বি‌ভিন্ন সাংস্কৃ‌তিক চর্চার প্রতিষ্ঠানগু‌লো বেদখল হ‌য়ে হা‌রি‌য়ে যা‌চ্ছে। এসব নি‌য়ে বাংলা‌দেশ গ্রুপ থি‌য়েটার ফেডারেশনসহ দে‌শের সকল সংস্কৃ‌তিমনারা উদ্বিগ্ন।

এসময় অন‌তি‌বিল‌ম্বে পটুয়াখালীর টাউল হল অবৈধ দখলদারমুক্ত ক‌রে পূ‌র্বের প‌রি‌বেশ ফি‌রি‌য়ে আনার জন‌্য সং‌শ্লিষ্ট‌দের কা‌ছে দাবি জানানো হয়।

উল্লেখ্য, পটুয়াখালীর ঐতিহ্যবাহী টাউনহ‌লের সাম‌নের বারান্দার অংশ স্থানীয় কিছু সু‌বিধা‌ভো‌গী ব‌্যবসায়ী অবৈধভাবে দখ‌লে নি‌য়ে পাকা দেয়াল নির্মাণ ক‌রে গত মা‌সে। কাপ‌ড়ের ব‌্যবসার নামে তারা ওই দেয়াল নির্মাণ কর‌লে গণমাধ্যমসহ সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে এর তীব্র প্রতিবাদ হয়। স্থানীয় সংস্কৃতিকর্মীদের আন্দোলনের মু‌খে দেয়ালটি ভেঙে দেওয়া হলেও পরে ওই ব‌্যবসায়ীরা কাঠ দি‌য়ে সেখানেই দোকান ঘর নির্মাণ অব‌্যাহত রা‌খে।

তাদের উচ্ছেদের দাবিতে স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক‌ জোট লি‌খিতভা‌বে জেলা প্রশাস‌নের কা‌ছে আবেদন করেছে। পাশাপাশি মানববন্ধন, শহীদ স্মৃ‌তি পাঠাগা‌রে দফায় দফায় আলোচনা সভা, প্রতিবাদ সভা, নাগ‌রিক ক‌মি‌টির মত‌বি‌নিময়সভাসহ তা‌দের আন্দোলন অব‌্যাহত রে‌খে‌ছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো