X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চলন্ত বাস থেকে ধাক্কা দেওয়ায় যাত্রীর মৃত্যু: আদালতে হেলপারের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৮

চট্টগ্রাম

বাস ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাসটির চালকের সহকারী (হেলপার)। রবিবার (২৭ সেপ্টেম্বর) আরিফ নামের ওই হেলপার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে খুলশী থানার ওসি মো. শাহিনুজ্জামান। এর আগে ২৬ সেপ্টেম্বর তাকে একদিনের রিমান্ডে নিয়ে আসা হয়।
গত শুক্রবার চট্টগ্রামের জিইসি মোড়ে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার রাতে নগরীর জিইসির মোড় এলাকায় ১০ নম্বর রুটের একটি বাসের হেলপার আরিফের সঙ্গে যাত্রী জসিম উদ্দিনের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হেলপার আরিফ ওই যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে জসিম উদ্দিন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পার্কভিউ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে জসিম উদ্দিন মারা যান।

নিহত জসিম পটিয়ার দক্ষিণ ছনহরা গ্রামের আলী নবীর ছেলে এবং নগরীর আগ্রাবাদ এলাকায় এইচএনএস অটোমোবাইলের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি।

এ সম্পর্কে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বাসটির চালক রাকিব ও হেলপার আরিফকে আমরা আটক করি। এরপর ওই দিন রাতে নিহত যাত্রী জসিম উদ্দিনের স্ত্রী হত্যাচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন আরিফকে আদালতে তোলা হয়। এরপর আদালতের নির্দেশে চালকের সহকারী আরিফকে একদিনের রিমান্ডে নিয়ে আসা হয়। রিমান্ড শেষে রবিবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইদিন আরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে  জসিমকে ধাক্কা দেওয়ার কথা স্বীকার করেছে আরিফ। 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন রাতে জসিম উদ্দিন আগ্রাবাদ থেকে বহদ্দারহাট যাচ্ছিলেন। এ সময় জিইসি পৌঁছালে তিনি হেলপার আরিফকে ১২ টাকা ভাড়া দেন। তার ভাড়া ছিল ৭ টাকা। ৫ টাকা ফেরত পাওয়ার প্রত্যাশায় আরিফকে ১২ টাকা দেন। কিন্তু আরিফ তাকে ৪ টাকা ফেরত দেয়। ১ টাকা কম হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কিল ঘুষির ঘটনা ঘটে। পরে আরিফ জসিম উদ্দিনকে লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেন। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ