X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চুল-দাড়ি কেটেও পার পেলো না ধর্ষণে অভিযুক্ত তারেক!

সিলেট প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩

সিলেট এমসি কলেজের ছাত্রলীগ নেতা তারেক গ্রেফতার এড়াতে চুল-দাড়ি কেটে টেকো মাথা হয়ে ধরে ছদ্মবেশ। লুকিয়ে ছিল ঘরের ভেতরে। তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয় সে।

ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে আদালতে তোলা হলে সে নিজে এ ঘটনায় জড়িত নয় দাবি করে ধর্ষক হিসেবে বলেছিল তার সহযোগী তারেকের নাম।

ধরা পড়ার পর নিয়ে যাওয়া হচ্ছে ধর্ষণ মামলায় অভিযুক্ত তারেককে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাবের হাতে গ্রেফতারের পর দেখা যায় তারেকের মুখে দাড়ি ও চুল নেই। দুদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই থেকে তারেককে গ্রেফতার করা হয়। তার মুখে দাড়ি, মাথায় চুল না থাকায় অবাক হন র‌্যাবের কর্মকর্তারা।

তারেক সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে।

গ্রেফতার হওয়ার পর তারেক।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি জানান, র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে তারককে গ্রেফতার করে। তারেকের মুখে লম্বা দাড়ি, মাথায় চুল থাকলেও গ্রেফতার এড়াতে চুল-দাড়ি কেটে ফেলেন। তবে ছদ্মবেশ ধরেও রক্ষা পাননি তারেক।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস জোর করে খোলা রাখে ছাত্রলীগের কিছু ক্যাডার। গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে প্রাইভেট কারে চড়ে কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা এক নবদম্পতিকে আটক করে এই ছাত্রাবাসে নিয়ে এসে স্বামীকে ব্যাপক মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটায় ছাত্রলীগ নামধারী কয়েকজন ক্যাডার। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী শুক্রবার রাতে বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে ৬ জনকে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়। আসামিরা হলো−এম. সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসামিদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র। পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করেছে। এদের মধ্যে কয়েকজন এখন রিমান্ডে রয়েছে।

আরও পড়ুন:

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় আরও ৩ জনের পাঁচদিনের রিমান্ড

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ, আসামিদের হয়ে লড়ছেন না আইনজীবীরা

এমসি কলেজের ছাত্রাবাস পরিদর্শনে আসছে তদন্ত কমিটি

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার এজাহারভুক্ত শেষ আসামি গ্রেফতার

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: রবিউল ৫ দিনের রিমান্ডে

আমরা কোনও অপরাধ করি নাই, ঘটিয়েছে ওরা তিন জন: আদালতে সাইফুর ও অর্জুন

৫ দিনের রিমান্ডে সাইফুর ও অর্জুন 

এমসি কলেজে ধর্ষণ: বহিরাগত ছাত্রলীগ কর্মী রাজন গ্রেফতার

প্রযুক্তি ও সোর্সের সহায়তায় পুলিশের জালে আটকা পড়ে সাইফুর

গ্রেফতার এড়াতে দাড়ি কেটে ফেলে সাইফুর, ভারতে পালাতে চেয়েছিল অর্জুন

প্রশ্নবিদ্ধ এমসি কলেজের তদন্ত কমিটি, বহাল তবিয়তে হোস্টেল সুপার

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: আরেক আসামি গ্রেফতার

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

ধর্ষণ মামলার আসামিদের ধরতে সীমান্তে নজরদারি

প্রাইভেট কারেই ধর্ষণ করা হয় ওই গৃহবধূকে 

এমসি কলেজের ছাত্রাবাসের দুই নিরাপত্তাকর্মী বরখাস্ত 

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: ছাত্রলীগ কর্মীদের শাস্তি চায় আ.লীগ

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ, ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে মামলা

এমসি কলেজ ছাত্রাবাসে আটকে রাখা দম্পতিকে উদ্ধার করলো পুলিশ

কলেজ বন্ধ, তারপরও শিক্ষার্থী ছিল এমসি কলেজের ছাত্রাবাসে

 

/টিএন/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড