X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

২০ বছর নির্বাচন হয় না যে এলাকায়

যশোর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৬

২০ বছর নির্বাচন হয় না যে এলাকায় দীর্ঘ ২০ বছর নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যশোরের ঝিকরগাছা পৌরসভার বেশ কিছু নেতা-কর্মী। দ্রুত নির্বাচন চেয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ঝিকরগাছা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম আমানুল কাদির টুলুসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে আমানুল কাদির টুলু বলেন, ‘২০০২ সালের ২ এপ্রিল প্রথমবারের মতো ঝিকরগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের ১৩ মে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী শপথ গ্রহণের পর থেকে পাঁচ বছরের মধ্যে নির্বাচন হওয়া বাধ্যতামূলক। কিন্তু সেটাই প্রথম ও শেষ নির্বাচন। নির্বাচিত মেয়র কৌশল অবলম্বন করে তার নিজস্ব লোক দিয়ে সীমানা সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে হাইকোর্টে সঠিক সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে রিট করেন। বর্তমানে মেয়র অবৈধ প্রভাব বিস্তার করে হাইকোর্টের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করা থেকে বিরত রেখে চলেছেন।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, মেয়রের নিজস্ব তিন জন রিট পিটিশনারের দুই জন মো. সাইফুজ্জামান (৬০) ও শাহিনুর রহমান (৫৫) মামলা এফিডেভিটের মাধ্যমে না চালানোর ঘোষণা দিয়েছেন। অপরজন মো. শাহাদৎ হোসেন মৃত্যুবরণ করেছেন। এমন অবস্থায় বাদী বিহীন রিট পিটিশন কেন চলবে?

এই সময় জেলা প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলা হয়, পাঁচ বছরের জন্য মেয়র-কাউন্সিলর নির্বাচিত হয়ে কীভাবে ২০ বছর ক্ষমতায় থাকে? পাশাপাশি সীমানা জটিলতায় ভোট বন্ধ থাকলে, প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। একইসঙ্গে মেয়রের সম্পদের ব্যাপারে দুদকের তদন্ত দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ঝিকরগাছা থানা তরুণ লীগের সভাপতি মনিরুল ইসলাম শিপলু, পৌর সভাপতি শামীম হাসান প্রমুখ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি