পটুয়াখালীর দশমিনা উপজেলায় আখের বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা ন্যায্য মূল্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নেই কমবেশি আখের আবাদ হয়েছে। চরাঞ্চলের আবাদি ও অনাবাদি জমিতে কৃষকরা বাড়তি লাভের আশায় ব্যাপকভাবে আখের চাষ করেছেন। এবারের ফলনে কৃষকদের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহম্মেদও আনন্দ প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদফতর সূত্র থেকে জানা গেছে, চলতি বছর উপজেলার কৃষকরা লোকসান কমাতে ও অধিক লাভের আশায় আখ চাষের দিকে ঝুঁকে পড়েছেন চাষিরা। এই ফসল আবাদ করলে ৭ থেকে ৮ মাসের মধ্যে বাজারজাত করা যায় । চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলন ভালো হয়েছে।
দশমিনা এলাকাটি নদ-নদী দ্বারা বেষ্টিত থাকায় যে কোনও ফসল চাষাবাদের জন্য এখানের মাটি বেশ উপযোগী। উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে অসংখ্য খাল ও নদী বয়ে গেছে। এই অঞ্চলে নদী বিধৌত পলিমাটি জমিকে উর্বর করছে। কৃষক কবির মিয়া বলেন, 'আখ আবাদ করার পর একটু পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়।'
চাষি ইউনুছ আলি বলেন, 'আখ চাষ করলে অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। কিন্তু ঠিকমতো পরিচর্যা করতে হয়। মৌসুমের শেষ সময়ে আখের ফলন ভালো হওয়ায় কৃষকরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।