X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর বাকি ৯টি স্প্যানও প্রস্তুত

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
১৭ অক্টোবর ২০২০, ১৭:৩২আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৮:৩০

পদ্মা সেতু পদ্মা সেতুর ৪১টি স্প্যানের (ট্রাস) মধ্যে ৩২টি স্থাপন করা হয়ে গেছে। বাকি ৯টি স্প্যানও প্রস্তুত করা সম্পন্ন। শনিবার (১৭ অক্টোবর) সকালে সর্বশেষ স্প্যানটিও প্রস্তুত করা সম্পন্ন হয়েছে। তবে পিয়ারে বসানোর আগে স্প্যানগুলো রঙ করা হয়ে থাকে। ৯টি স্প্যানের মধ্যে ছয়টি স্প্যানের রঙ করা শেষ হয়েছে। রঙ করা বাকি আছে তিনটি স্প্যান। পদ্মা সেতুর একাধিক প্রকৌশলী এ খবর নিশ্চিত করেছেন।

গত ১১ অক্টোবর সেতুর ৩২তম স্প্যান বসানোর পর দৃশ্যমান হয়েছে সেতুর চার দশমিক ৮০ কিলোমিটার। ভিন্ন ভিন্ন মডিউলে স্প্যান বসানোর কারণে সেতুর দৃশ্যমান অংশ একাধিক অংশে বিভক্ত। সেতুর জাজিরা প্রান্তে ২০টি, মাঝের একটি ও মাওয়া প্রান্তে ১১টি স্প্যান বসে গেছে। ৩৩তম স্প্যান বসানো হবে আগামী ২০ অক্টোবর। পদ্মা সেতু

নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, আগামী ১৯ অক্টোবর কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই তে করে পিলারে বসানোর উদ্দেশে রওনা দেবে ১-সি স্প্যান। ২০ অক্টোবর মাওয়া প্রান্তের পিয়ার-৩ ও পিয়ার-৪ এর ওপর বসানো হবে স্প্যানটি।

ভরা বর্ষায় পদ্মা নদীতে ছয় মিটারের বেশি পানি ছিল। এতে তীব্র স্রোতের কারণে ভাসমান ক্রেন নোঙর ও পজিশনিং করা সমস্যা হওয়ায় প্রায় চার মাস কোনও স্প্যান বসানো সম্ভব হয়নি। তবে বর্ষা মৌসুম শেষ হওয়ায় পুনরায় কাজের গতি ফিরেছে। তাছাড়া, করোনাভাইরাসের কারণেও চীনে আটকে পড়া সেতুর চীনা প্রকৌশলী ও অন্যান্য কর্মীর কারণেও সেতুর কাজ কিছুটা ধীর গতিতে চলছিল। তবে এখন সেসব সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠে আবার আগের গতিতে ফিরছে কাজ। পদ্মা সেতু

জানা গেছে, এ বছর ডিসেম্বরের মধ্যেই বাকি ৯টি স্প্যান বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে মূল সেতুর ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি)। ২০ অক্টোবর ৩৩তম স্প্যান বসানোর পর ২৫ অক্টোবর পিয়ার ৭ ও ৮ নম্বরের ওপর ৩৪তম স্প্যান (স্প্যান ২-এ), ৩০ অক্টোবর পিয়ার ৮ ও ৯ নম্বরের ওপর ৩৫তম স্প্যান (স্প্যান ২-বি), ৪ নভেম্বর পিয়ার ২ ও ৩ নম্বরে ৩৬তম স্প্যান (স্প্যান ১-বি), ১১ নভেম্বর পিয়ার ৯ ও ১০ নম্বরে ৩৭তম স্প্যান (স্প্যান ২-সি), ১৬ নভেম্বর পিয়ার ১ ও ২ নম্বরে ৩৮তম স্প্যান (স্প্যান ১-এ), ২৩ নভেম্বর পিয়ার ১০ ও ১১ নম্বরে ৩৯তম স্প্যান (স্প্যান ২-ডি), ২ ডিসেম্বর পিয়ার ১১ ও ১২ নম্বরে ৪০তম স্প্যান (স্প্যান ২-ই) ও সর্বশেষ ৪১ নম্বর স্প্যান (স্প্যান ২-এফ) বসবে ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর। পদ্মা সেতু
নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ‘অফিশিয়ালি আগামী বছরের ৩০ জুনের মধ্যে সেতুর কাজ শেষ করার কথা। কিন্তু, বর্ষা মৌসুম ও করোনার কারণে অনেক কাজ শিডিউল মোতাবেক করা যায়নি। সংশ্লিষ্টরা ধারণা করছেন, ৩০ জুনের মধ্যে কাজ শেষ করা সম্ভব নয়। আরও সময় লাগবে। আগামী ডিসেম্বরে স্প্যান বসানো শেষ হলেও স্ল্যাব বসানো, গ্যাস সংযোগ, রেললাইন সংযোগের কাজসহ আরও কাজ বাকি। নদী ভাঙনের কবলে পড়ে রেলের কিছু স্টিল বার পানিতে তলিয়ে গেছে। হয় সেগুলো তুলতে হবে, না হয় নতুন করে আনতে হবে। এসব কারণে সেতুর কাজ শেষ হতে কিছুদিন সময় বেশি লাগবে।’ পদ্মা সেতু

২০১৪ সালের ডিসেম্বরে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়।

৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ দশমিক ৫০ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৮৭ দশমিক ৫৫ ভাগ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৭৪ দশমিক ৫০ ভাগ। ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ২৩ হাজার ৭৯৬ দশমিক ২৪ কোটি টাকা।

 

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!