X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চিকিৎসক দম্পতির বিরুদ্ধে ভুল চিকিৎসায় আবারও প্রসূতির মৃত্যুর অভিযোগ

পটুয়াখালী সংবাদদাতা
২০ অক্টোবর ২০২০, ০০:৫৩আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০০:৫৮

পটুয়াখালী পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দরে মাজেদা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে ভুল চিকিৎসায় হ্যাপী বেগম (২৪) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় স্বজনরা প্রসূতির অস্ত্রোপচার করা চিকিৎসক দম্পতিকে অভিযুক্ত করেছেন। কয়েকদিন আগে তাদের বিরুদ্ধে আনা আরও এক প্রসূতির মৃত্যুর অভিযোগের তদন্ত চলছে।  

হ্যাপি বেগমের বাড়ি বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। তার স্বামীর নাম মো. সোহেল চৌকিদার।

হ্যাপীর দেবর সজীব চৌকিদার জানান, তার ভাবির প্রসবব্যথা শুরু হলে গত শনিবার দুপুরে মাজেদা ডায়াপগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে নিয়ে যান। সেখানকার চিকিৎসক নয়ন সরকার দেখে সিজারিয়ান অপারেশনের কথা বলেন। সে অনুযায়ী ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ডা. নয়ন সরকার ও তার স্ত্রী ডা. পূজা ভান্ডারী অস্ত্রোপচার করেন। হ্যাপির ছেলে সন্তান জন্ম হয়। অস্ত্রোপচারের পর তার ভাবির জ্ঞান না ফিরলে ওইদিন রাত ২টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ওই চিকিৎসক দম্পত্তির ভুল চিকিৎসায় বাউফল হাসপাতালের সামনে সেবা ক্লিনিকে সিজারিয়ান করার আগে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে জ্ঞান ফেরেনি আরও এক প্রসূতির। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বরিশাল যাওয়ার পরে চিকিৎসক ওই প্রসূতিকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে বাংলা ট্রিবিউনসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ঘটনাটি বর্তমানে তদন্তনাধীন আছে।

এ বিষয়ে চিকিৎসক নয়ন সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

আগের ঘটনায় কেন ব্যবস্থা নেওয়া হয়নি? জানতে চাইলে জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম সিপন বলেন, ‘এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ পেয়েছি। সেটির তদন্ত চলছে। এ বিষয়টিতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই চিকিৎসককে ছাড় দেওয়া হবে না।’ 

আরও খবর: বন্ধের নির্দেশ দেওয়া ক্লিনিকে সিজারিয়ান অপারেশন, প্রসূতির মৃত্যু

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ