X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৪৫ জেলের জেল-জরিমানা

বরিশাল প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ১৬:৪৮আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৬:৪৮

৪৫ জেলের জেল-জরিমানা

বরিশালের ৬ উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৩৮ জেলেকে কারাদণ্ড ও ৭ জেলেকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়া অভিযানকালে জব্দ প্রায় ৩ লাখ ৭০ হাজার মিটার জাল আগুনে ধ্বংস করা হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুস চন্দ্র দে’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইলিশ মাছ আহরণের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ২১ জেলেকে আটক করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ আহরণের দায়ে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৮০ হাজার মিটার জাল আগুনে ধ্বংস করা হয় এবং জব্দ ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলামের নেতৃত্বে ৮ জেলেকে আটক করা হয়। আটক ৬ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং ২ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ ২ লাখ ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৯৪ কেজি ডিমওয়ালা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জেলেকে আটক করে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ ৩৫ হাজার মিটার জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ২ জেলেকে ১ মাস করে এবং ১ জেলেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ২ জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ১ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহনুর জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। ৩ জেলেকে ১ বছর করে এবং ২ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ২ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এছাড়াও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪ হাজার মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!