X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রেলওয়ের ১৩ কর্মকর্তার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০২০, ১৮:৫৯আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৯:২০

দুদক

হিসাব বিভাগের অডিটর নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে বিচার কাজ শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু এই তথ্য জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'রেলওয়ে পূর্বাঞ্চলের অডিটর নিয়োগে দুর্নীতির ঘটনায় দুদকের দায়ের করা মামলার আজ শুনানি ছিল। শুনানিতে আদালত চার্জ গঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু আদেশ দিয়েছেন।'

এর আগে, ২০১৭ সালের ১০ মার্চ অডিটর পদে লোক নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. নাসিরুদ্দিন নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের ১৩ জন কর্মকতাকে আসামি করা হয়। এজহারে অভিযোগ করা হয়, আসামিরা নিজেরা লাভবান হতেই পরস্পর যোগসাজশে তারা অপরাধমূলক এই কাজ করেন। এই মামলায় ২০১৮ সালের ৩০ জানুয়ারি ১৩ জনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

আসামিরা হলেন- রেলের পূর্বাঞ্চলের অতিরিক্ত এফএ/সিএ ও বর্তমানে সিভিল অডিট অধিদফতরের মহাপরিচালক মো. নজরুল ইসলাম, রেলের পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) হিসাব কর্মকর্তা এবিএম মফিজুল ইসলাম, রেল ভবনের সহকারী পরিচালক (প্রশাসন) ও বর্তমানে বাণিজ্যিক অডিট অধিদফতরের উপ-পরিচালক জিএম মামুনুর রশিদ, রেলের সিআরবি চট্টগ্রাম জোনের ডিএফএ এএফএম শহীদুল্লাহ ও মো. আনিসুল হক, অডিটর হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তা হোসনা আক্তার (চট্টগ্রাম), রেলওয়ে ঢাকা অফিসের অডিটর ফারজানা সুলতানা, দিনাজপুর অফিসের অডিটর মো. নুরুল আমিন, চট্টগ্রামের অডিটর (প্রশাসন শাখা), সঞ্চিতা সাদেক, রাজশাহী পশ্চিমাঞ্চলের অডিটর অপূর্ব বিশ্বাস ও জিএম আবুল কালাম, রেলওয়ে ঢাকা অফিসের অডিটর মো. মনিরুজ্জামান এবং নীলফামারী (সৈয়দপুর) অফিসের অডিটর প্রদীপ কুমার সরকার।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা