X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় পটুয়াখালীতে জরুরি সভা

পটুয়াখালী সংবাদদাতা
২৩ অক্টোবর ২০২০, ০৫:২৩আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০৫:২৬

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় বৃহস্পতিবার রাতে জরুরি সভা করে পটুয়াখালী জেলা প্রশাসন।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় পটুয়াখালীতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ৪ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর।

জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত সার্বিক) জি এম সরফরাজ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী ইকবাল, কোষাধ্যক্ষ আবদুস সালাম আরিফ, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. রেজাউর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মো মতিউল ইসলাম চৌধুরী বলেন, ইতোমধ্যে সকল উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রায় ৯০০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ফনিতে কলাপাড়ায় একজন সিপিবি সদস্য মারা গেছেন। তার সুরক্ষা সামগ্রী সঠিক ছিল না। তাই সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘গতি’তে যে সব স্বেচ্ছাসেবক কাজ করবেন তাদের নিজের সুরক্ষা সর্বোপরি নিশ্চিত করে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় ২৮৫ মেট্রিক টন চাল মজুত রয়েছে। ২ লাখ নগদ টাকাও প্রস্তুত রয়েছে । এছাড়া ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। 

অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার শেখ বিলাল হোসেন বলেন, সকল তথ্য দিতে টোল ফ্রি ৯৯৯ নম্বরে কল দিতে হবে। আর পটুয়াখালী জেলার পুলিশ হটলাইন: ০১৩২০১৫৬০৯৯।

নদীবন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান জানান, ৬৫ ফুটের নিচের নৌযান ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকার পথে ডাবল ডেকার লঞ্চ চলাচল করছে । আজ বিকেলে ৫টায় নিষেধাজ্ঞা অমান্য করে বোয়ালিয়া ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ছেড়ে আসার পর মাঝ নদীতে ডুবে যায়। এতে ১৩ জন সাঁতরে কিনারায় উঠছে। ৫ জন এখনও নিখোঁজ রয়েছে। এভাবে নিষেধাজ্ঞা অমান্য করায় দোষী প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বেচ্ছাসেবক সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মো. জহিরুল ইসলাম বলেন, ৫টি উপজেলায়  সিপিবির ৬ হাজার জন, ফায়ার সার্ভিসের  ৫০ জন, রেডক্রিসেন্টের ৫০ জন এবং যুব সংগঠনের ৩০০ জন ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) সম্ভাব্য ঝড় মোকাবিলায় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ