X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‌‘পানি পড়া’ খাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১২:২৭আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৭:৫৫

ধর্ষণ গাজীপুরের শ্রীপুরের ‘পানি পড়া’ খাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কবিরাজ পরিচয়দানকারী এক যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই পোশাক শ্রমিক শ্রীপুর থানায় কবিরাজকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার নয়নপুর এলাকার নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এ তথ্য জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন মামলার বরাত দিয়ে জানান, ভিকটিম স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রায় আড়াই মাস আগে উপজেলার মাওনা এলাকার একটি বাড়িতে ভাড়ায় ওঠেন ওই পোশাক শ্রমিক। ওই বাড়িতে কবিরাজ পরিচয়দানকারী আবুল হাশেমও ভাড়া থাকে। একই বাড়িতে ভাড়া থাকায় ভিকটিমের সঙ্গে তার পরিচয় হয়। গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় ভিকটিমকে কথা আছে বলে আবুল হাশেম তার ঘরে ডেকে নেয়। কে বা কারা ভিকটিমকে ‘বান’ মেরেছে বলে তার বিয়ের কোন প্রস্তাব আসে না বলে জানায় কবিরাজ। এ জন্য একটি গ্লাসে পানি ভরে ভিকটিমকে পান করতে বলে। ভিকটিম তার কথা বিশ্বাস করে পানি পান করে এবং তার ঘরে চলে যায়। পানি পান করার পর তার শারীরিক অবস্থা খারাপ হয়। এর কিছুক্ষণ পরই ভিকটিমের ঘর থেকে আবুল হাশেম তাকে ডেকে বের করে পাশের খালি ঘরে নিয়ে যায় এবং দরজা আটকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম দরজা খুলে ঘর থেকে বের হয়ে কান্নাকাটি শুরু করে। ঘটনাটি কাউকে জানালে ভিকটিমকে খুন করার হুমকি দেয় আবুল হাশেম। এ সময় ওই পোশাক শ্রমিকের ফুফু ওই বাসায় গেলে আবুল হাশেম চলে যায়। স্বজনদের সঙ্গে পুরো ঘটনা আলোচনা করে মামলা দায়ের করতে দেরি হয়েছে বলে ভিকটিম মামলায় উল্লেখ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ভিকটিম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আবুল হাশেম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে