X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় মঙ্গলবার

বরগুনা সংবাদদাতা
২৬ অক্টোবর ২০২০, ১২:১৭আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৩:০৬

রিফাত হত্যা

বরগুনার শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) রায় ঘোষণা করবেন আদালত। জেলা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান রায় ঘোষণার এ তারিখ ঘোষণা করেছেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন আদালত। আসামিপক্ষের প্রত্যাশা ন্যায়বিচারের।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে।  চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রিফাতের ওপর হামলার ছয়দিন পর ২ জুলাই ভোর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড।

রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বলেন, ‘৩০ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রেও আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন সেই প্রত্যাশা আমাদের। এই রায়ের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে আর কোনও অপ্রাপ্তবয়স্ক অপরাধী এরকম জঘন্য অপরাধ করতে সাহস না পায়।’

বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘এই মামলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে বরগুনা পুলিশ প্রশাসন প্রতিবেদন দাখিল করেছেন। তাই তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ হওয়ায় বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘এই মামলায় রাষ্ট্রপক্ষের ৭৫ সাক্ষীর মধ্যে ৭৪ জনকে আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ৭ আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সাক্ষী-প্রমাণ আমরা রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আদালতে উপস্থাপন করেছি তাতে আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

আসামিপক্ষের আইনজীবী নারগিস সুলতানা সুরমা বলেন, ‘আমরা আসামিদের পক্ষে যেসব তথ্য-উপাত্ত উপস্থাপন করেছি তাতে আমরা ন্যায়বিচার পাবো।’

 

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি