X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নিখোঁজ সাংবাদিক সরওয়ারকে উদ্ধারে সিইউজের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ নভেম্বর ২০২০, ০১:০৭আপডেট : ০১ নভেম্বর ২০২০, ০১:১০




নিখোঁজ সাংবাদিক সরওয়ারকে উদ্ধারে সিইউজের আল্টিমেটাম নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে দ্রুত উদ্ধারে ১৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শনিবার (৩১ অক্টোবর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সাংবাদিক নেতারা এই আল্টিমেটাম দিয়েছেন।

গোলাম সরওয়ার চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আজকের সূর্যোদয়’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন গোলাম সরওয়ার। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে আগামীকাল রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক ইউনিয়ন।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, একজন গণমাধ্যমকর্মীর নিখোঁজের ঘটনা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত। রাষ্ট্রের চতর্থ স্তম্ভ গণমাধ্যমে আঘাত করে কারা ফায়দা লুটতে চায়, কারা সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায়, সেসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে।

তারা আরও বলেন, ‘তিন দিন পরও নিখোঁজ সাংবাদিক সরওয়ারের সন্ধান না পাওয়া উদ্বেগের বিষয়। গণমাধ্যমকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অপহরণের ঘটনা হয়েছে। আমরা নিখোঁজ গোলাম সরওয়ারের সন্ধান চাই। যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সাংবাদিককে উদ্ধার করা না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো।’

এসময় বক্তারা নিখোঁজ সাংবাদিক সরওয়ারকে দ্রুত উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনে আওতায় আনার দাবি জানান।

সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম ও মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভ ও সহ-সভাপতি অনিন্দ্য টিটো, প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারি রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর বাবু, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামশেদ রেহমান, আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জোবায়ের সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের