X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গবন্ধুর নামে ১০ কিলোমিটার সড়কের নামকরণ

পিরোজপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ০৮:৪০আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০৮:৪১

উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় অতিথিরা বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ভান্ডারিয়া উপজেলা সদরের কলেমা চত্বর থেকে চরখালী বিসমিল্লাহ পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের নামকরণ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

বুধবার (১৮ নভেম্বর) ভান্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এ ঘোষণা দেন। সভায় আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন না হলে এদেশের এতো উন্নয়ন সম্ভব হতো না।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী শংকর বল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) এসএম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, খান এনামুল করিম পান্না প্রমুখ।

পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক