X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিদ্ধান্তের বাইরে গেলে দলে ঠাঁই হবে না: কেসিসি মেয়র

বাগেরহাট প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ২২:১৫আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:১৫

কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন কেসিসি মেয়র




খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ তালুকদার আব্দুল খালেক বলেছেন, নির্বাচন কমিশনারের দ্বিতীয় দফার তফসিলে মোংলা পোর্ট পৌরসভার নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। আসন্ন সম্ভাব্য পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিল পদে দল থেকে একজন করে প্রার্থী দেওয়া হবে। মেয়র পদ নির্ধারণ করে দেবেন দলীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলর নির্ধারণ করা হবে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতামতের ওপর ভিত্তি করে। সুতরাং দল থেকে যাকে দেওয়া হবে সকলইে তার হয়ে কাজ করতে হবে। দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার দলে কোনও ঠাঁই হবে না।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে পৌর শহরের টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকের নিয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত সরকার কোনোদিন মোংলা বন্দরের উন্নয়ন করেনি। যত উন্নয়ন, সব আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। তাই দল, মত নির্বিশেষে পৌরবাসীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ইসলাম প্রমুখ।
তালুকদার খালেক বলেন, আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে শুধুমাত্র ভোট দিলেও তার প্রতিদান শেষ হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি দলের অন্য কেউকে প্রার্থী না হওয়ার জন্য বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে সমস্বরে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরাও তার সেই হুঁশিয়ারিতে সায় দেন। এ সময় দলের অন্য নেতৃবৃন্দরাও তাদের বক্তব্যে দলের নির্ধারিত প্রার্থীকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
করোনার কারণে দীর্ঘদিন দলীয় প্রচারণা বন্ধ থাকার পর বৃহস্পতিবারের কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছিল। নারী-পুরুষ উভয়েরই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডকে নিয়ে কর্মী সমাবেশ করা হবে বলেও জানিয়েছেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা