X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘করণিক ভুলে’ ভোটার তালিকায় জীবিত মানুষ মৃত!

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ০৯:২১আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৯:২১

ভোটার তালিকা, প্রতীকী ছবি মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী কবির হোসেন। অথচ তার নাম নেই ভোটার তালিকায়। ‘মৃত’ দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার নাম। এ ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন বলেন, ভোটার তালিকায় জীবিত মানুষকে মৃত লিপিবদ্ধ হওয়ার ঘটনাটি ‘করণিক ভুল’। 

শনিবার (২৮ নভেম্বর) সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা এবং কাউন্সিলর প্রার্থীর সঙ্গে কথা বলেন। এ সংক্রান্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানোও হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কবির হোসেন গত বুধবার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় ভোটার তালিকার একটি সিডি নেন। বৃহস্পতিবার রাতে ভোটার তালিকা প্রিন্ট করার পর দেখতে পান তালিকায় তার নাম নেই। শুক্রবার সকালে বিষয়টি নির্বাচন কার্যালয়ে অবহিত করেন তিনি।

গত বছর ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এই কার্যক্রমের সঙ্গে জড়িত মাঠপর্যায়ে কোনও তথ্য সংগ্রহকারীর ভুলক্রমে তার (কবির) নাম তালিকায় অন্তর্ভুক্ত করেনি। ভুলবশত আফছার উদ্দিন নামের মৃত এক ব্যক্তির আইডির পরিবর্তে কবির হোসেনের আইডি নম্বর বাদ পড়েছে।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। শনিবার দুপুরে ঘটনা তদন্তে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেনসহ কার্যালয়ের লোকজন পৌলী এলাকায় যান।

তিনি বলেন, ভোটার তালিকায় জীবিত মানুষকে মৃত লিপিবদ্ধ হওয়ার ঘটনাটি ‘করণিক ভুল’। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনা তদন্তের ওই এলাকা যান। এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এবং কবির হোসেনের সঙ্গে কথা বলেছেন। এ সংক্রান্ত প্রতিবেদন তিনি নির্বাচন কমিশন এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়েছেন। ভুল সংশোধনের সুযোগ রয়েছে। আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি