X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সম্মেলনের এক বছর পরও জেলা ও মহানগর আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়নি

রংপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ০৯:৫৩আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৩:৫৩

আওয়ামী লীগ


রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল হওয়ার এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। দলের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ স্বপনের দেওয়া ৭ দিনের আলটিমেটাম দেওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটির তালিকা এখনও তৈরি হয়নি। 

গত বছরের ২৮ নভেম্বর রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে জেলা আওয়ামী লীগের কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জেলা পর্যায়ে মমতাজ উদ্দিন আহাম্মেদকে সভাপতি ও রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। আর মহানগর পর্যায়ে শাফিয়ার রহমানকে সভাপতি ও তুষার কান্তি মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর এক বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

রেজাউল করিম রাজু বলেছেন, ‘কাউন্সিলের পর পরেই কেন্দ্রীয় কমিটির কাছে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে তালিকা প্রদান করা হয়। যেহেতু কেন্দ্রীয়ভাবে অনুমোদন পায়নি সে কারণে আমরা কিছুই বলতে পারছি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা বলেছেন, পূর্ণাঙ্গ কমিটির যে তালিকা দেওয়া হয়েছে সেখানে অনেক প্রবীন, ত্যাগী নেতাদের যোগ্য জায়গায় স্থান দেওয়া হয়নি। অনেককে আবার অবমূল্যায়ন করা হয়েছে। ফলে ওই তালিকা দেওয়া নামগুলো পর্যালোচনা করার প্রয়োজন আছে বলে তারা মনে করেন। 
শাফিয়ার রহমান জানান, নভেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি দলের সাধারণ সম্পাদকের কাছে দেওয়া হবে। আগেরবারর মহানগর কমিটিতে যারা যে পদে ছিলেন তাদের মধ্যে যারা অ্যাকটিভ তাদের যোগ্যতা অনুযায়ী পদায়ন করা হবে। সেই সঙ্গে সাবেক ছাত্র নেতা এবং রংপুর সিটি করপোরেশনের যারা নির্বাচিত কাউন্সিলর আছেন তাদেরকেও মূল্যায়ন করা হবে। 
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, পূর্ণাঙ্গ কমিটি ২/১ দিনের মধ্যেই কেন্দ্রে জমা দেওয়া হবে। তবে মহানগর আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের কথার মধ্যে কোনও মিল পাচ্ছে না সাধারণ নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিশ্চুক মহানগর আওয়ামী লীগের সাবেক কমিটির নেতা জানান সভাপতি সম্পাদক দুই মেরুর বাসিন্দা তাদের মাঝে সমন্বয় নেই ফলে তারা দু’জন মিলে বসে তালিকা চূড়ান্ত করবেন সেটাই করতে পারছেন না। এতে করে মহানগর আওয়ামী লীগে চরম স্থবিরতা দেখা দিয়েছে। 
মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দিলশাদ হোসেন মুকুল জানান, গত ১৭ অক্টোবর রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদ আবু সাইদ স্বপন সার্কিট হাউজে সভা করে ৭ দিনের মধ্যে কমিটির পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার চূড়ান্ত সময় সীমা বেঁধে দেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে এভাবেই নির্দ্দেশনা দিয়েছেন। সেই আদেশ না মানলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেবেন বলে জানিয়ে দেন। 
সাবেক কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নওশাদ হোসেন বলেন, দলের পরিক্ষিত নেতাকর্মীদের পরিবর্তে যদি শাহেদ, পাপিয়া ফরিদপুরের আওয়ামী লীগের দুই নেতা সহ ছাত্রলীগের সভাপতি যারা হাজার হাজার কোটি টাকার মালিক এমন ব্যাক্তিদের দলে পদ পদবী দেওয়া হয় তাহলে তা দলের জন্য বুমেরাং হবে।

তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগ ক্ষমতায় অনেককে দেখা যাচ্ছে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে। এরা দল ক্ষমতায় আসার আগে কোথায় ছিল? সুবিধাবাদী দলের পদ পদবী ব্যবহার করে কোটি কোটি টাকা কামানো ব্যাক্তিদের সম্পর্কে সচেতন থাকতে হবে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত