X
বুধবার, ২২ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

খাগড়াছড়িতে মেয়র প্রার্থীদর আচরণবিধি লঙ্ঘনের হিড়িক!

খাগড়াছড়ি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ০৬:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০৬:০০

আওয়ামী লীগ প্রার্থীর শো-ডাউন আগামী ১৬ জানুয়ারি খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল রবিবার (২০ ডিসেম্বর)। এ দিন মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী দলীয় নেতাকর্মীদর নিয়ে শোডাউন করে মোননয়নপত্র দাখিল করেছেন।

এ সময় জেলা নির্বাচন অফিস থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত সড়ক ব্যবহারকারীদের জনদুর্ভোগ সৃষ্টি হয়। তবে এ বিষয়ে প্রশাসন কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কোনও কর্মকর্তাকে ব্যবস্থা নিতে দেখা যায়নি। 

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর পৌর নির্বাচন আচরণবিধির ১১ এর ১ এ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলর সময় কোনও প্রকার মিছিল, মিটিং ও শো-ডাউন করা যাবে না উল্লেখ রয়েছে। তবে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন অংশগ্রহণের জন্য যেসব মেয়র প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের সবাই দলীয় নেতাকর্মী নিয়ে শো-ডাউন, মিছিল ও সমাবেশ করেছেন।  

রবিবার সকাল সাড়ে ১১টায় মেয়র পদে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নারায়ণখাইয়া জেলা নির্বাচন কার্যালয়ে আসেন। এ সময় তাকে মোটরসাইকেল, মাইক্রোবাস দিয়ে শো-ডাউন করতে দেখা যায়। তার কিছু পর দুপুর ১২টায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন।

এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের শোডাউনে নারিকেল বাগান হতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পর্যন্ত সড়ক দীর্ঘ যানজটে জনদুর্ভোগের সৃষ্টি হয়। 

বিএনপি প্রার্থীর শো-ডাউন মনোনয়নপত্র দাখিল শেষে শো-ডাউন করতে করতে শাপলা চত্বরের দিক আসতে দেখা যায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও নেতাকর্মীদের। দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ি পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান। পৌরসভা কার্যালয় থেকে সমর্থকদর নিয়ে পায়ে হেটে শো-ডাউন করে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান রফিকুল আলম ও তার অনুসারীরা। বিকাল ৫টার কিছু আগে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ আহমেদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। 

সুশাসনের জন্য নাগরিক-সুজন খাগড়াছড়ির সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমদ জানান, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে কমিশন ও প্রশাসনের যেমন ভূমিকা রয়েছে তেমনি প্রার্থীদেরও দায়িত্ব সঠিক পরিস্থিতি বজায় রাখা। আচরণবিধির বিষয়ে প্রার্থী ও সংশ্লিষ্টদের আরও নজরদারি রাখতে হবে। 

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমদ জানান, মনোনয়নপত্র দাখিল করতে এসে আচরণবিধি লঙঘন করেছেন বলে শুনেছি। কিন্তু মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৫ জনের অধিক কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
দুইদিন বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ
দুইদিন বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত