X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২
তদন্তের পর জেলা পরিষদ প্রশাসক জানালেন

দর্শনার সেই কৃষিভবনে সিমেন্ট-বালুর সঙ্গে ব্যবহার হয়েছে মাটি

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা
১০ এপ্রিল ২০১৬, ২২:৪৬আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২২:৪৬
document

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার দর্শনা উদ্ভিদ সংগনিরোধের ল্যাব ও সরকারি অফিস ভবন নির্মাণের ঘটনায় রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগের পর এবার একই ভবনে পিলার নির্মাণে সিমেন্ট বালুর পরিমাণ কমাতে মাটি ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের এমন অভিযোগের পর ভবনটির দোতালার ছাদের ওপরের পিলারের ঢালাই ভেঙে এর সত্যতা খুঁজে পেয়েছে তদন্ত কমিটি।

ভবনের একটি অংশ ভাঙতেই বের হলো রডের বদলে বাঁশ

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু বলেছেন, ‘এ ভবনটি নির্মাণে যাচ্ছে তাই কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এখানে রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে মাটি, খোয়ার বদলে রাবিশ ব্যবহার হয়েছে। আর যেটুকু কাজ হয়েছে সেখানেও নিম্নমানের ইট ও বালু ব্যবহার করা হয়েছে।’

এদিকে, চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তে আগামীকাল সোমবার কৃষি মন্ত্রণালয় থেকে আসছেন একটি বিশেষ পরিদর্শক দল।

উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের সঙ্গে কথা বলে ও সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, দর্শনা উদ্ভিদ সংগনিরোধের নির্মীয়মাণ সরকারি ভবনটি সঠিকভাবে নির্মাণ করা হয়েছে কিনা তা যাচাইয়ে শনিবার দিনভর তদন্ত চালানো হয়। তিন সদস্যের এ কমিটিতে ছিলেন উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক সৌমেন সাহা, ফাইটো স্যানিটরি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্পের বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নির্মল কুমার দে। তদন্ত দলটির প্রধান সৌমেন সাহা কমিটির অপর দুই সদস্যকে নিয়ে ভবনটির ছাদ, সীমানা প্রাচীর ও পিলারের বিভিন্ন স্থান ভেঙে দেখেন। এসময় তারা ভবনটি নির্মাণে ব্যাপক অনিয়মের চিত্র খুঁজে পেয়েছেন। বিশেষ করে রড ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম তাদের চোখে ধরা পড়েছে বিশেষ ভাবে। বেশিরভাগ স্থানেই নির্ধারিত মাপের চেয়ে চিকন রডের ব্যবহার দেখতে পেয়েছেন তারা।

ভবনের কাঠামো ভেঙে দেখা গেলো রডের বদলে বাঁশ

তদন্ত কমিটির সদস্য মো. আইয়ুব হোসেন পরে সাংবাদিকদের বলেছেন, ভবন নির্মাণে দুর্নীতির বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

কমিটির অপর সদস্য তদন্ত কমিটির অপর সদস্য চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক নির্মল কুমার দে জানিয়েছেন, তদন্তকাজ চলছে। শনিবার সারাদিন তদন্ত বিষয়ে কমিটি কাজ করেছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

এদিকে, রবিবার এই ভবন নির্মাণে অনিয়মের বিষয়গুলো সম্পর্কে আরও ব্যাখ্যা দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। তিনি সাংবাদিকদের বলেন, ভবনটিতে যেসব ইট, বালু, সিমেন্ট ও রড ব্যবহার করা হয়েছে এর সবই নিম্নমানের। প্রাথমিক ভাবে পিলার ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঠিকাদার দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। আর তা যাচাই না করে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন এর দেখভালের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী সুব্রত বিশ্বাস। এ ঘটনায় শুধু এলাকাবাসীরই সম্মান নষ্ট হয়নি, সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে দুর্নীতির অভিযোগে ঢাকার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লি. এর (ইসিএল) উপ-সহকারী প্রকৌশলী সুব্রত বিশ্বাস এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার জেমস কষ্টাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ব্যবহার হয়েছে পরিমাণে কম এবং নিম্নমানের রড

এ ব্যাপারে জানতে চাইলে সুব্রত বিশ্বাস প্রথমে বরখাস্তের কথা স্বীকার করে বলেন, মৌখিকভাবে তাকে বরখাস্ত করার বিষয়টি জানানো হয়েছে। তবে এ সংক্রান্ত কোনও চিঠি তিনি পাননি। পরে তিনি সাংবাদিকদের জানান, এ এলাকায় নির্বাচনের কারণে বেশ কিছুদিন ছুটিতে ছিলেন তিনি। ওইসময় কাজটি দেখভালের দায়িত্বে ছিলেন উদ্ভিদ সংগনিরোধের বিভাগীয় প্রকৌশলী মো. রবিউল ইসলাম।

এদিকে, দর্শনা উদ্ভিদ সংগনিরোধ অফিসের উপ-সহকারী কর্মকর্তা কামরুন নাহার জানান, ‘সোমবার কৃষি মন্ত্রণালয় ঢাকা থেকে একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করার জন্য দর্শনায় আসবেন বলে প্রাথমিক ভাবে আমাকে জানানো হয়েছে। ভবনের নির্মাণ কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’

ভবনটিতে কী পরিমাণ রড ব্যবহার হয়েছে তা জানতে কিছু অংশ ভেঙে দেখে তদন্ত কমিটি
ঘটনার তদন্ত কমিটির প্রধান সৌমেন সাহা জানান,‘আমরা ভবনের বিভিন্ন অংশ ভেঙ্গে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। তদন্ত কাজ শেষ হলে ৩ দিনের মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তরে রিপোর্ট জমা দেওয়া হবে।’

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদফতরের দর্শনায় ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনের শো-পিলার ঢালাই কাজে লোহার রডের পরিবর্তে বাঁশের ফালি ব্যবহারের অভিযোগের সচিত্র প্রতিবেদন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিষয়টি আলোচনার ঝড় তোলে। এর পরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৫)
পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩
পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ