আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার ফুলতলায় দু’পক্ষের সংঘর্ষে আবুল আলী লস্কর (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের ৭ জন আহত হন। পরে পুলিশের পদক্ষেপে এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দামোদর কলোনিতে এ ঘটনা ঘটে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংঘর্ষে আহতরা হচ্ছেন- শাহানারা বেগম (৩৫), ইয়াসিন আলী (১৮), রিয়াদুল ইসলাম (২০), রাশিদা বেগম (৩৫), সাদ্দাম মোড়ল (২৪), আজিজুল লস্কর (৩২) ও রুমকি আক্তার (২৫)।
ওস রফিকুল জানান, দামোদর কলোনিতে রাত ৭টায় জাতীয় পার্টি সভাপতি জোহর আলী মোড়লের অনুসারী ও আওয়ামীলীগে সদ্য যোগদান করা ৮টি পরিবারের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় ভ্যানচালক লস্কর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
/এআর/