X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

লিপু হত্যাকাণ্ড: গ্রেফতার দেখানো হলো রুমমেটকে

রাজশাহী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৬, ১৩:৫০আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৩:৫০

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু (২৩) হত্যা মামলায় তার রুমমেট মনিরুল ইসলাম ওরফে মনিরকে (২৩) গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চৌহান।

ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদে মনে হয়েছে লিপু হত্যার সঙ্গে তার রুমমেট মনির জড়িত। লিপুর পরিবারের সদস্যরাও বলেছেন, লিপুর সঙ্গে মনিরের সম্পর্ক ভালো ছিল না। এ জন্য তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে তোলা হয়। তবে তার রিমান্ডের আবেদন করা হয়নি। সেটি পরে করা হবে। আদালত মনিরকে কারাগারে পাঠিয়েছেন।’

এব্যাপারে মতিহার থানার ওসি হুমায়ুন কবির এর আগে জানিয়েছিলেন, লিপুর লাশ উদ্ধারের পর তার রুমমেটসহ চারজন ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে তিনজনকে ছেড়ে দেওয়া হযেছিল। আর মনিরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রেখে দেওয়া হয়েছিল। তবে তাকে সেসময় আটক বা গ্রেফতার দেখানো হয়নি। মোতালেব হোসেন লিপু

মনিরের বাড়ি রাজশাহীর তানোরে। রাবির বোটানি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। থাকতেন রাবির নবাব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে। একই কক্ষে থাকতেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু।

গত ২০ অক্টোবর সকালে হলের ডাইনিংয়ের পাশের একটি নর্দমায় লিপুর রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই লিপুর রুমমেট মনির, বন্ধু প্রদীপ ও হলের নিরাপত্তা প্রহরী মো. মনির ও সাইদুর রহমানকে আটক করে পুলিশ। রাতে জিজ্ঞাসাবাদ শেষে পরদিন সকালে রুমমেট মনির ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়। পরে রবিবার দুপুরে রুমমেট মনিরকে লিপু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

নিহত লিপুর বাড়ি ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামে। তার বাবার নাম বদর মোল্লা। লিপুর লাশ উদ্ধারের দিনই তার চাচা বশির মোল্লা বাদী হয়ে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন- 


জয়কে আ.লীগের নেতৃত্বে চায় তৃণমূল

ফেসবুকে আওয়ামী লীগের সম্মেলন

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে