X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

অধ্যক্ষ পালিয়ে বেড়াচ্ছেন!

বগুড়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ০১:৫৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ০১:৫৭

বগুড়া স্থানীয় প্রভাবশালীদের ভয়ে বগুড়ার ‘ধুনট ডিগ্রি কলেজ’-এর অধ্যক্ষ আবু মারজান মো. শাহজাহান সপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, প্রভাবশালী ওই ব্যক্তিরা বগুড়া-৫ (শেরপুর-ধুনটে) আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের লোক। এ অবস্থা থেকে মুক্তি পেতে ওই অধ্যক্ষ রবিবার প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে হাবিবর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ব্যক্তিগত সহকারী (পিএস) কোরবান আলী মিলন অভিযোগ অস্বীকার করেছেন।

অধ্যক্ষ অভিযোগে উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধুনট ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য তালিকাভুক্ত হয়। গত ২৮ সেপ্টেম্বর কলেজ পরিদর্শনের দিন ছিল। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক ড. আবদুল মান্নান সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ২৭ সেপ্টেম্বর বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) রেস্ট হাউজে উঠেন। তিনি (অধ্যক্ষ) সহকর্মীদের নিয়ে ওই দলের সঙ্গে দেখা করতে আরডিএ-তে যান। রাত ১০টার দিকে এমপির পিএস কোরবান আলী মিলনের নেতৃত্বে একদল যুবক সেখানে গিয়ে পরিদর্শক দলের সদস্যদের গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ অবস্থায় সবাই একটি কক্ষে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করেন। নিরাপত্তার অভাবে পরিদর্শক দল পরদিন কলেজে না গিয়ে ফিরে যান। জীবনের নিরাপত্তা চেয়ে ধুনট ও শেরপুর থানায় জিডি করতে গেলেও সন্ত্রাসীদের ভয়ে ব্যর্থ হন। বাধ্য হয়ে ৩০ সেপ্টেম্বর ডাকযোগে দুই থানায় সাধারণ ডায়েরি পাঠিয়ে দেন।

অধ্যক্ষ আরও জানান, বিষয়টি সুরাহা করতে পরবর্তী সময়ে তিনি সংসদ সদস্য হাবিবর রহমানের বাসায় যান। সেখানে সংসদ সদস্য আদালতের নির্দেশ উপেক্ষা করে তার আস্থাভাজন সিরাজুল ইসলাম লিটনকে পেছনের তারিখে উপাধ্যক্ষ পদে নিয়োগ দিতে চাপ দেন। উল্লেখ্য, ধুনট ডিগ্রি কলেজ জাতীয়করণে যে চিঠি এসেছে, তাতে নিয়োগের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া আছে। এ কারণে পেছনের তারিখে নিয়োগ দেওয়ার কথা ওঠে।

অধ্যক্ষ জানান, তিনি নিষেধাজ্ঞার কারণে সংসদ সদস্যের প্রস্তাবে অস্বীকৃতি জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং কলেজ জাতীয়করণের জন্য পরিদর্শন না করতে মাউশি’র মহাপরিচালককে নিষেধ করেন। এতে কলেজ জাতীয়করণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হতাশা তৈরি হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে।

বর্তমানে এমপি'র লোকজনের ভয়ে অধ্যক্ষ পরিবার নিয়ে 'আত্মগোপনে' আছেন। অধ্যক্ষ তার অভিযোগের বিষয়টি বিবেচনা করে ধুনট ডিগ্রি কলেজ জাতীয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।

এমপির পিএস কোরবান আলী মিলন বলেন, ‘অধ্যক্ষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কলেজের ১৯ লাখ টাকা আত্মসাতের বিষয়টি ধরে ফেলায় তিনি উপাধ্যক্ষ প্রার্থী সিরাজুল ইসলাম লিটনকে নিয়োগ দিচ্ছেন না। অধ্যক্ষ সুবিধাবাদী; তিনি নিজের দুর্নীতি ঢাকতে এমপি স্যারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’

আওয়ামী লীগের সম্মেলনে বগুড়ার বাইরে থাকায় এ ব্যাপারে সংসদ সদস্য হাবিবর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ